সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছে ভারত এ দলের। দোহার সেমিফাইনাল টাই করেও শেষপর্যন্ত সুপার ওভারে হারতে হয়েছে। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ওপেনিং করতে নেমে দুর্দান্ত ব্যাট করার পরও কেন অধিনায়ক জিতেশ শর্মা ১৪ বছরের 'বিস্ময় কিশোর' বৈভবকে ব্যাট করতে পাঠালেন না? যা নিয়ে মুখ খুললেন জিতেশ নিজেই।
এদিন ম্যাচের শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয় মারকুটে ব্যাটসম্যান বৈভবকে সুপার ওভারে কেন রাখা হল না। এর জবাবে তিনি বলেন, ''সত্যি বলতে কী, এটা ছিল টিম ডিসিশন। পাওয়ারপ্লেতে বৈভব ও প্রিয়াংশই সেরা ব্যাটার। কিন্তু ডেথ ওভারে আমি, আশু ও রমণ ছক্কা মারতে পারি। তাই আমি এবং দল মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।''
বলে রাখা ভালো, এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক জিতেশ শর্মা। বাংলাদেশ তোলে ১৯৪ রান। জবাবে শুরু থেকেই ঝড় তোলে বৈভব। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রথম ওভারেই তুলে নেয় ১৯ রান। ওই ওভারে মারে দুটি ছয় ও একটি চার। পরের ওভারেও দুটি ছক্কা। যদিও তার ইনিংস থামে ১৫ বলে ৩৮ রানে। ভারতও থেমে যায় জয়ের কাছে এসে। শেষ ওভারে বাংলাদেশের উইকেটকিপারের ভুলে ম্যাচ টাই হয়ে যায়।
কিন্তু সুপার ওভাবে বৈভবকে আর পাঠাননি অধিনায়ক জিতেশ। তিনি আউট হওয়ার পর ফিরে যান আশুতোষ শর্মা। দুই শর্মা শূন্য রানে ফিরে যাওয়ায় এক রানের লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশের সামনে। এক উইকেট পড়ে গেলেও শেষপর্যন্ত ম্যাচটা জিতে যায় প্রতিবেশী দেশ। আর এরপরই প্রশ্ন ওঠে, বৈভবকে নামানো হল না কেন? যদিও অধিনায়ক যেভাবে কারণ ব্যাখ্যা করেছেন, তা থেকে পরিষ্কার, নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
