আলাপন সাহা: ক্রিকেটার হিসাবে নিজের শেষ মরশুম খেলছেন। রনজির এই মরশুম শেষ হলেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন ঋদ্ধিমান সাহা। কিন্তু অবসরের পর কী পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেটের সুপারম্যানের? সূত্রের খবর, ঋদ্ধিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই প্রস্তাব নিয়ে কী ভাবছেন তারকা উইকেটকিপার-ব্যাটার?
চলতি রনজি ট্রফি থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে বৃহস্পতিবার ইডেনে নামছেন ঋদ্ধিরা। প্রতিপক্ষ পাঞ্জাব। সেই ম্যাচ খেলার পরেই ব্যাট-গ্লাভস তুলে রাখবেন ঋদ্ধি। তিনি অবসর ঘোষণা করার পরেই শোনা গিয়েছিল, ঋদ্ধিকে বাংলার উইকেটকিপিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বিদায়ী ম্যাচের আগে সেসব নিয়ে মোটেই ভাবতে চান না ঋদ্ধি। আপাতত তাঁর একটাই লক্ষ্য, কঠিন অঙ্কের হিসেব টপকে বাংলাকে রনজির পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়া।
কিন্তু অবসরের পর কী করবেন ঋদ্ধি? ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন? নাকি একেবারে অন্যভাবে শুরু করবেন অবসর পরবর্তী ইনিংস? তারকা ক্রিকেটার জানান, সহকারী কোচ হওয়ার জন্য প্রস্তাব এসেছিল নাইটদের তরফে। কিন্তু সেই প্রস্তাবে পত্রপাঠ না করে দিয়েছেন ঋদ্ধি। তাঁর মতে, সমস্ত কাজের জন্যই চূড়ান্ত প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি না থাকলে কোনও কাজে সাফল্য মেলে না। কোচিং করানোর ক্ষেত্রেও সেই একই কথা খাটে।
তাই এখনই কোচিংয়ে আসতে আগ্রহী নন ঋদ্ধিমান। তাঁর মতে, কোচিং করানোর মতো মানসিক প্রস্তুতি নেই। সেকারণেই কেকেআরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কোচিংয়ে আসতে চান ঋদ্ধি, তবে সেটা কিছুদিন পরে। আগে রাজ্য দলের হয়ে অভিজ্ঞতা বাড়াতে চান কোচিংয়ে। তারপরে হয়তো কেকেআরের কোচিং স্টাফ হিসাবে তাঁকে দেখা যেতে পারে। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত নাইট সংসারে ছিলেন ঋদ্ধি। সহকারী কোচ হিসাবে কি পুরনো পরিবারে ফিরবেন তিনি?
