সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, 'ক্যাচেস উইন ম্যাচেস'। তার উল্টোটা হলে কী হয়, তা হাড়েহাড়ে টের পেয়েছে ভারতীয় দল। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সাত-সাতটা ক্যাচ পড়েছে। তার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই ফেলেছেন চারটি ক্যাচ। কিন্তু তাতে যেন কোনও 'আক্ষেপ' নেই। বরং ভারত যখন হারছে, তখন বাউন্ডারির ধারে যশস্বীকে দেখা গেল কোমর দুলিয়ে নাচতে।
প্রথম ইনিংসে তিনি ফেলেছিলেন তিনটি ক্যাচ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফেললেন বেন ডাকেটের গুরুত্বপূর্ণ ক্যাচ। ইংরেজ ওপেনার তখন ব্যাট করছিলেন ৯৭ রানে। আর তাঁর ইনিংস শেষ হয় ১৪৯ রানে। স্পষ্টতই ভারত যে ৫ উইকেটে হারল, তার অন্যতম বড় কারণ যশস্বী-সহ বাকিদের ক্যাচ মিস। এমনকী জাদেজার মতো ফিল্ডারও ক্যাচ ছেড়েছেন। কিন্তু ম্যাচের শেষবেলায় যা দেখা গেল তা অভাবনীয়।
ইংল্যান্ডের জিততে তখন আর ৪৪ রান দরকার। মিড অনে ফিল্ডিং করছিলেন যশস্বী। ইংল্যান্ড সমর্থকরা উৎফুল্ল, পিছনে বাজনা বাজছে। আর তার তালে কোমর দোলালেন ভারতীয় ওপেনার। তাতেই বেজায় চটেছেন ক্রিকেটভক্তরা। দল যখন হারছে, তখন একজন কীভাবে নাচতে পারেন? অনেকে আবার যশস্বীর ব্যক্তিগত জীবন ধরেও টানাটানি করছেন। ম্যাডি হ্যামিলটন নামে এক ইংরেজ মহিলার সঙ্গে যশস্বীর সম্পর্কের জল্পনা রয়েছে। এই প্রসঙ্গে অনেকে সেটাও টেনে আনছেন।
আর কোনও ভারতীয় ক্রিকেটার এক টেস্টে চারটে ক্যাচ ফেলেননি। ফলে সেটাও একটা লজ্জার রেকর্ড। শুধু লিডসে নয়, অস্ট্রেলিয়াতেও একই কাণ্ড ঘটিয়েছিলেন যশস্বী। মেলবোর্ন টেস্টে তিনটি ক্যাচ ফেলেছিলেন তিনি। সেই ম্যাচের ভিডিও ফের ভাইরাল নেটদুনিয়ায়। সেই ম্যাচে ১৮৪ রানে হেরেছিল ভারত।
