shono
Advertisement
Pakistan Cricket

রান আপ নিতেই মুখ থুবড়ে মাটিতে! মাঠেই প্রয়াত পাকিস্তানের তরুণ ক্রিকেটার

মাঠেই কেন প্রাথমিক চিকিৎসা করা গেল না? উঠছে প্রশ্ন।
Published By: Arpan DasPosted: 03:36 PM May 07, 2025Updated: 03:36 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাক ক্রিকেটে দুঃখজনক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মাঠেই প্রয়াত পাকিস্তানের তরুণ বোলার। বল করতে গিয়ে হঠাৎই মাটিতে মুখ থুবড়ে পড়েন। চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিলেন আলিম খান। পাক ক্রিকেটের অন্যতম নতুন তারকা হিসেবে ধরা হচ্ছিল তাঁকে। ২২ বছর বয়সি ক্রিকেটার মূলত ফাস্ট বোলার ছিলেন। সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারতেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিম্ন পর্যায়ের টি-টোয়েন্টি সাতটি উইকেট তুলে প্রচারের আলোয় এসেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটের উচ্চ পর্যায়ে আর তাঁর ওঠা হল না।

জানা যাচ্ছে, বল করার জন্য রান-আপ নিয়েছিলেন আলিম। আচমকা মাটিতে মুখ থুবড়ে পড়েন। আম্পায়ার ইনামউল্লাহ খানের তদারকিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। খানিক পরে আলিমকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা চেষ্টা করেও আলিমকে বাঁচাতে পারেননি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে বলে ঘোষণা করা হয়।

আলিমের প্রয়াণে শোকাহত পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটের প্রধান আবদুল্লাহ খুররাম নিয়াজি আলিমের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। তবে আলিমের মৃত্যুতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। কেন মাঠেই চিকিৎসার ব্যবস্থা করা হল না? প্রশ্ন উঠছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে আদৌ পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে তো? তাছাড়া প্লেয়ারদের নিয়মিত শারীরিক পরীক্ষা করা হয় না বলেও কথা উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাক ক্রিকেটে দুঃখজনক ঘটনা।
  • হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মাঠেই প্রয়াত পাকিস্তানের তরুণ বোলার।
  • বল করতে গিয়ে হঠাৎই মাটিতে মুখ থুবড়ে পড়েন। চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি।
Advertisement