shono
Advertisement
Shubman Gill

'দায়িত্ব পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছে...', ছাত্র গিলের পারফরম্যান্সে মুগ্ধ যুবরাজ

ইংল্যান্ড সফর গিলের টেস্ট কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে।
Published By: Prasenjit DuttaPosted: 07:51 PM Aug 14, 2025Updated: 06:49 PM Aug 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিলের কেরিয়ারে যুবরাজ সিংয়ের বড় একটা ভূমিকার কথা অনেকেই জানেন। বছর কয়েক আগে পাঞ্জাবে খেলার সময় গিলকে বিশেষ ক্লাস নিতেন যুবরাজ। ফলে ইংল্যান্ড সিরিজে ছাত্রের দাপট তৃপ্তি দিয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজকে।

Advertisement

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর ছাত্রের এমন 'অবিশ্বাস্য' পারফরম্যান্সে খুশি। আইসিসি'কে যুবরাজ বলেন, "বিদেশের মাটিতে ওর রেকর্ড নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু দেখুন, অধিনায়ক হিসেবে চারটি টেস্ট সেঞ্চুরি করেছে ইংল্যান্ডে। দায়িত্ব পেয়ে ও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, তা অবিশ্বাস্য। ওর জন্য খুবই গর্ব হচ্ছে। ইংল্যান্ডে গিয়ে নিজেকে প্রমাণ করা অত সহজ নয়।"

উল্লেখ্য, গিলের নেতৃত্বে বিলেত থেকে সিরিজ ২-২ ড্র রেখে দেশে ফিরেছে ভারত। দু'বারের বিশ্বকাপজয়ী যুবরাজ টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের সাফল্যে মুগ্ধ। ইংল্যান্ড সফরের দল ঘোষণার আগেই রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। যুবরাজের মন্তব্য, "এটা সত্যিই অসাধারণ। রোহিত, কোহলির জায়গা পূরণ করা সহজ নয়। এটা ছেলেরা মাথায় রেখেই খেলেছিল।"

উল্লেখ্য, গিলের নেতৃত্বে ইংল্যান্ড থেকে সিরিজ ২-২ ড্র রেখে দেশে ফিরেছে ভারত। রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল এবং গিলের সাফল্যে মুগ্ধ। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। যার মধ্যে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ ইংল্যান্ড সিরিজের আগে শুভমানের রেকর্ড একেবারেই আহামরি ছিল না। করেছিলেন ৩২টি টেস্টে ১,৮৯৩ রান। এর মধ্যে ছ’টি সেঞ্চুরি থাকলেও গড় ৩৫-এর কম ছিল। SENA দেশের হয়ে রেকর্ডও ছিল তথৈবচ। এই দেশগুলির বিরুদ্ধে ১১টি টেস্টে তাঁর গড় মাত্র ২৫.৭০। আর ইংল্যান্ডে তিনটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন শুভমান। গড় ছিল মাত্র ১৪.৬৬। এহেন শুভমানই নিজেকে আপাদমস্তক বদলে ফেলে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছেন। সফরের শেষে গিলের রান ৩৭ টেস্টে ২৬৪৭ রান। গড় উঠে এসেছে ৪১.৩৫-এ। এমন অভূতপূর্ব পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যশস্বী বা আকাশদীপ নন, শুভমানকে লম্বা রেসের ঘোড়া বেছে নিলেন শাস্ত্রী। এমন অভূতপূর্ব পারফরম্যান্সে মুগ্ধ যুবরাজ তাঁর ছাত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভমান গিলের কেরিয়ারে যুবরাজ সিংয়ের বড় একটা ভূমিকার কথা অনেকেই জানেন।
  • বছর কয়েক আগে পাঞ্জাবে খেলার সময় গিলকে বিশেষ ক্লাস নিতেন যুবরাজ।
  • ফলে ইংল্যান্ড সিরিজে ছাত্রের দাপট তৃপ্তি দিয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজকে।
Advertisement