সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিংয়ের সতীর্থদের কারও সমালোচনা করতেই বোধহয় ছাড়বেন না তাঁর বাবা। এর আগে বহুবার, বহুভাবে মহেন্দ্র সিং ধোনির সমালোচনা করেছেন যোগরাজ সিং। এবার তাঁর নিশানায় বিরাট কোহলি। এমনকী কোহলিকে 'বিশ্বাসঘাতক' বলতেও ছাড়েননি তিনি। সেই সঙ্গে তিনি এটাও মনে করেন, যুবরাজের প্রতিভাকে নাকি ভয় পেতেন কোহলি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কোহলি সম্পর্কে যোগরাজ বলছেন, "আমি তো আগেই বলেছি সাফল্য, অর্থ ও খ্যাতির দুনিয়ায় কেউ বন্ধু হয় না। সবাই বিশ্বাসঘাতক, পিছন থেকে ছুরি মারে। লোকজন তোমাকে নিচে নামাতে চাইবে। যুবরাজকে অনেকে ভয় পেত, কারণ তারা ভাবত যুবরাজ হয়তো তাদের জায়গা ছিনিয়ে নেবে। ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ খুবই ভালো ক্রিকেটার ছিল। ও সর্বসেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিল। আর ওকে এমএস ধোনি থেকে সবাই ভয় পেত। তারা মনে করত, আমার আসনটা বুঝি কেড়ে নেবে।"
অবশ্য যুবরাজের সতীর্থদের নিয়ে যোগরাজ প্রায়ই অভিযোগ করেন। সবচেয়ে বেশি আক্রমণ করেন ধোনিকে। তবে কোহলিকে নিয়েও যে বিতর্ক ওঠেনি তা নয়। বিশেষ করে, অধিনায়ক হিসেবে কোহলি হয়তো আরও বেশি সাহায্য করতে পারতেন ক্যানসার থেকে ফিরে আসা যুবরাজকে। এরকমও অনেকে মনে করেন। যোগরাজও সেই প্রশ্নের উত্তরে খোঁচা দিলেন কোহলিকে।
এর আগে উথাপ্পা দাবি করেছিলেন, “যুবরাজ যখন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে এসে দলে কামব্যাক করার চেষ্টা করছেন, তখন কোহলি অধিনায়ক ছিলেন। কিন্তু ফিটনেসের মাপকাঠিতে পাশ করতে না পারায় যুবরাজকে সেসময় সুযোগ দেওয়া হয়নি। বিরাট যুবরাজকে বলেছিল, তোমার ফুসফুস ক্ষমতা হারিয়েছে।” যুবরাজের অনুরোধেও নাকি সাড়া দেননি কোহলি।
