shono
Advertisement
Yuzvendra Chahal

ফাইনালের গ্যালারিতে চাহালের সঙ্গে রহস্যময়ী সুন্দরী! 'ধরা পড়ে গেলেন তো?' খোঁচা নেটপাড়ায়

কিছুদিন আগেই ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে চাহালের।
Published By: Arpan DasPosted: 06:59 PM Mar 09, 2025Updated: 06:59 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যজুবেন্দ্র চাহালের। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা মিলল ভারতীয় স্পিনারের। সঙ্গে এক রহস্যময়ী নারী। যা দেখে নেটপাড়ায় শুরু হয়েছে ফের গুঞ্জন। অনেকে আবার খোঁচা দিয়ে লিখছেন, 'কী ধরা পড়ে গেলেন তো?'

Advertisement

দীর্ঘ জটিলতার পর চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অবশ্য তার আগে থেকেই চাহালের সঙ্গে দেখা গিয়েছিল মাহভাশকে। অনেকের মতে, এবার ফের তাঁর সঙ্গেই ফের চাহালকে দেখা গেল দুবাইয়ে। মাত্র ২৪ বছর বয়সে দিল্লির এই রেডিও জকি যথেষ্ট পরিচিতি পেয়েছেন। কয়েক দিন আগে একসঙ্গে দুজনের ছবি ভাইরাল হয়। তখন অবশ্য সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মাহভাশ।

এবার ফের দুজনকে দুবাইয়ে দেখা যাওয়ায় নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনেকে যেমন জানতে চেয়েছেন কে এই মহিলা? আবার অনেকে প্রশ্ন করছেন 'নতুন গার্লফ্রেন্ড নাকি?' অনেকে অবশ্য মাহভাশকে চিনতে পেরে দুজনের একত্রের ছবি শেয়ার করছেন। উল্লেখ্য, বিচ্ছেদ নিয়ে জল্পনার মধ্যেই এক রহস্যময়ীর সঙ্গে ফ্রেমবন্দি হন তারকা স্পিনার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক মহিলার সঙ্গে হাঁটছেন চাহাল। ক্যামেরা থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে নিতেও দেখা যায় তাঁকে। এবার ফের তাঁর সঙ্গে দেখা যেতেই ফের জল্পনা শুরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুদিন আগেই ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যজুবেন্দ্র চাহালের।
  • এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখা মিলল ভারতীয় স্পিনারের।
  • সঙ্গে এক রহস্যময়ী নারী। যা দেখে নেটপাড়ায় শুরু হয়েছে ফের গুঞ্জন।
Advertisement