shono
Advertisement

আধারের সঙ্গে প্যান লিঙ্কের মেয়াদ বাড়াল কেন্দ্র

শেষ তারিখ জেনে নিন এখনই। The post আধারের সঙ্গে প্যান লিঙ্কের মেয়াদ বাড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.
Posted: 08:18 PM Aug 31, 2017Updated: 04:38 PM Oct 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধারের সঙ্গে প্যান নম্বর লিঙ্কের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতারা আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারবেন।

Advertisement

এর আগে কেন্দ্র জানিয়েছিল, ৩১ আগস্টের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলতে হবে। সেই মোতাবেক বৃহস্পতিবারই ছিল আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ। বহু নাগরিক একসঙ্গে সরকারি ওয়েবসাইটে দুই নথিকে জুড়তে গেলে সার্ভার ক্র্যাশ করা বলে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। শেষ পর্যন্ত অবশ্য মেয়াদ বাড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ মানুষ।

[বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো?]

সাধারণ বাজেটেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই দুই গুরুত্বপূর্ণ নথিকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করতে হবে। কালো টাকার জমানত বাজেয়াপ্ত করতে একের পর সাহসী সিদ্ধান্তের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু আখেরে তাতে লাভ হল কী? সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক আবার জানিয়েছে যে বাতিল নোটের প্রায় পুরোটাই ব্যাঙ্কিং পরিষেবায় ফিরে এসেছে।

এই অবস্থায় কেন্দ্রের মুখ বাঁচাতে আসরে নেমে অরুণ জেটলি জানিয়েছেন, যাঁরাই কালো টাকা জমা দিয়েছেন, সরকারের কাছে তার হিসাব রয়েছে। যদিও বিরোধিরা এই দাবি মানতে বিশেষ আগ্রহ দেখাননি। তাঁরা বলছেন, মোদি নিজের মুখে নোট বাতিলের পর দেশের অর্থনীতিতে জোয়ার আনতে ৫০ দিন সময় চেয়েছিলেন। এখন প্রায় বছর ঘুরতে চলল। অর্থনীতিতে কোনও জোয়ার আসা তো দূর অস্ত, বরং বেসরকারি ক্ষেত্রেও চাকরিতে টান পড়েছে।

এই অবস্থায় গত ১ জুলাই থেকে দেশ জুড়ে চালু হয় পণ্য পরিষেবা কর বা জিএসটি। এক কর কাঠামোয় বাঁধা পড়েছে গোটা দেশ। অরুণ জেটলির দাবি, যতটা ভাবা হয়েছিল, তার চেয়ে অনেকটাই বেশি কর কেন্দ্রের ঘরে জমা পড়েছে। আয়কর দেওয়ার ক্ষেত্রে এখন প্যান কার্ড একান্ত জরুরি। কিন্তু জাল প্যানও কম নেই। তাই প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রকল্প হাতে নেয় কেন্দ্র। যাতে কোনও ব্যক্তির পরিচয় নিয়ে আর সংশয় না থাকে। যদিও নানা জটিলতার কারণে এ বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যেখানে সুপ্রিম কোর্ট জানায়, প্যান ও আধার সংযোগ আংশিক বাধ্যতামূলক। যাঁদের কাছে দুটি কার্ডই আছে, তাঁরা তা অবশ্যই করতে করবেন। যাঁদের কাছে এখনও দুটি কার্ড নেই তাঁদের উপর জোর করা যাবে না। আয়করের দপ্তরের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আধার ও প্যান সংযুক্তিকরণ করা যাচ্ছে সহজেই।

[আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র]

The post আধারের সঙ্গে প্যান লিঙ্কের মেয়াদ বাড়াল কেন্দ্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement