shono
Advertisement

ঘরেই বিশ্বকাপের মাঠ! এই মরশুমে ড্রইংরুম হয়ে উঠুক ক্রিকেটের মহারণ

ড্রইংরুমের পরিবেশ থেকে খাওয়াদাওয়া, সবেতেই থাকুক মাঠের ছোঁয়া৷ The post ঘরেই বিশ্বকাপের মাঠ! এই মরশুমে ড্রইংরুম হয়ে উঠুক ক্রিকেটের মহারণ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:25 PM Jun 16, 2019Updated: 09:25 PM Jun 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জৈষ্ঠ্য শেষে বাংলা যতই পুড়ুক, সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কিন্তু তুমুল বৃষ্টি এবং তার মধ্যেও উৎসবের মেজাজ৷ ইংল্যান্ড মেতে বিশ্বকাপ ক্রিকেটে৷ কিন্তু আপনি যদি রানির দেশে না গিয়ে এই গরম, একঘেয়েমির মধ্যেই থাকেন তাহলে মন খরাপ করবেন না মোটেই৷ নিজের বাড়িকেই সাজিয়ে ফেলুন না নটিংহ্যাম, ট্রেন্টব্রিজ বা ওভালের মতোই৷ বাড়ির মধ্যেই বিশ্বকাপের রণক্ষেত্র ফুটে উঠবে৷

Advertisement

[আরও পড়ুন: পরিবারে সুখ ও সমৃদ্ধি চান? ঘর রাঙিয়ে ফেলুন বাস্তু মতে]

কাজ খুব সহজ৷ ধরুন, উইকএন্ডের সন্ধ্যায় একটা পার্টি দেবেন৷ ইনটেরিয়র সাজিয়ে নিন যে কোনও মাঠের আদলে৷ কীভাবে? পার্টির জায়গাটিকে পুরো ক্রিকেট মাঠের মতোই সাজালেন৷ সবুজ গালিচা, একদিকে আপনার প্রিয় ক্রিকেটারদের পোস্টার, আরেকদিকে ব্যাট, বল, উইকেটের ছোট সংস্করণ কিংবা প্রতীকী ছবি৷ বসার জায়গাটা সাজিয়ে ফেলুন মাঠের মতো৷ গালি, মিড অন, স্লিপ পয়েন্ট৷ তাহলে ঘিঞ্জিও হবে না৷ পার্টির জন্য প্রশস্ত জায়গাও থাকবে৷ দেওয়ালের একদিকে বড় এলইডি তো অবশ্যই রাখবেন৷ নাহলে যুদ্ধং দেহি ব্যাপারটা বাস্তবে অনুভব করবেন কীভাবে?

পার্টির থিমটাই যেখানে খেলা, সেখানে সমস্ত জিনিসের মধ্যেই তার ছোঁয়া থাকা আবশ্যক৷ ছোট ছোট বল এদিক-ওদিকে ছড়িয়েছিটিয়ে রাখতেই পারেন৷ থাকতে পারে বিভিন্ন রঙের জার্সি৷ যা একেবারে পারফেক্ট ড্রেসিং রুমের লুক দিতে পারে৷ আর খাওয়াদাওয়ায় তো ক্রিকেট যুদ্ধের আঁচ থাকা মাস্ট৷ পাফ কেকের টপিংসে থাকতেই পারে চকলেট রঙের ছোট ছোট ব্যাট বা বলের আকারে কুকিজ৷ আর সাধারণ করতে চাইলেও, সমস্যা নেই৷ শুধু সবুজ ক্রিমেই ভরিয়ে ফেলুন না৷ তাহলে মাঠের লুক আসবে৷ স্টেডিয়ামে যেমন খাবার পাওয়া যায়, সেইরকমই অর্থাৎ ছোট আকারে বার্গার, স্যান্ডউইচ বা চিপসের প্যাকেট দিন অতিথিদের৷ মুখ চলুক, সেইসঙ্গে মাঠের যুদ্ধের তাপ লাগুক আপনার ড্রইং রুমের মিনি স্টেডিয়ামে৷ রাখতে পারেন মাঠে দেওয়া এনার্জি ড্রিংকের বোতলভরা জুস বা শরবত৷

[আরও পড়ুন: বাড়িতে উইপোকার বাসা? জেনে নিন নিধনের ঘরোয়া উপায়]

এ’কটা টুকিটাকি জিনিস মাথায় রাখলেই আপনার আতিথেয়তা অন্য মাত্রা নেবে৷ অতিথিরা নিশ্চিতভাবেই চমকে যাবেন, সুখ্যাতিও করবেন৷

The post ঘরেই বিশ্বকাপের মাঠ! এই মরশুমে ড্রইংরুম হয়ে উঠুক ক্রিকেটের মহারণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement