shono
Advertisement

ক্যাম্পাসিংয়ে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়ে নজির দৃষ্টিহীন তরুণীর

পরিধি বর্মার প্রতিভার এই বিশাল পরিধির কথা জানলে কুর্নিশ জানাতে বাধ্য হবেন৷ The post ক্যাম্পাসিংয়ে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়ে নজির দৃষ্টিহীন তরুণীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 AM Feb 18, 2017Updated: 06:35 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসিংয়ের মরশুমে কেউ পেয়েছেন লাখ টাকার চাকরি৷ কেউ রেকর্ড গড়েছেন কোটি টাকার অফার পেয়ে৷ কিন্তু বছর একুশের পরিধি বর্মা যে চাকরি পাবেন, কেউ বিশ্বাস করতে পারেননি সেই কথা৷ কিন্তু সমাজের সব কুক্ষিগত বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে গেলেন লখনউ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM) ছাত্রী পরিধি৷

Advertisement

চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানির পর ভিডিও করল দুষ্কতীরা

পঞ্চম শ্রেণিতে পড়তেন পরিধি যখন তাঁর ম্যাকিউলার ডিজেনারেশন নামে বিরল রোগ ধরা পড়ে৷ দৃষ্টিশক্তি হারাতে থাকেন তিনি৷ এখন আর এই রোগ নিরাময়ের কোনও উপায় নেই৷ ৯০ শতাংশ দৃষ্টিশক্তিই হারিয়েছেন তিনি৷ প্রথম প্রথম ভীষণ সমস্যা হত৷ কিন্তু কোনও সমস্যাই পরিধির প্রতিভার পরিধিকে আটকাতে পারেনি৷ এর কিছুটা কৃতীত্ব পরিধির বাবা-মারও প্রাপ্র্য যারা পরিধিকে বিশেষ নয় সাধারণ স্কুলে সকলের সঙ্গে পড়িয়েছেন৷ সবার সঙ্গে সমান হয়ে থেকেই এগিয়ে গিয়েছেন তরুণী৷ হামেশাই কাউকে না কাউকে পেয়েছেন পাঠ্যবই পড়ে শুনিয়ে দেওয়ার জন্য কিংবা পরীক্ষার সময় লিখে দেওয়ার জন্য৷

‘পার্টটাইম পলিটিশিয়ান’ প্রিয়াঙ্কাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ বিজেপির

আর এই জোরেই দেখিয়েছেন কেরামতি একবার ক্যাট পরীক্ষা দিয়েই মাত্র ১৯ বছর বয়সে পেয়ে গিয়েছেন ম্যানেজমেন্ট পড়ার চান্স৷ পেয়েছেন লখনউ আইআইএম-এর নিজের ব্যাচের সর্বকনিষ্ঠ ছাত্রীর তকমা৷ সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস৷ সেই আত্মবিশ্বাসের জোরেই আজ বেসরকারি ব্যাঙ্কে কাস্টমার এক্সিকিউটিভের চাকরি পেয়ে গেলেন ম্যানেজমেন্ট পড়ুয়া৷ তবে সাফল্যের সিঁড়ির এই প্রথম ধাপকে জীবনের সবচেয়ে বড় শিক্ষার সবে শুরু বলেই মনে করছেন পরিধি৷

অন্তঃসত্ত্বাদের জন্য আর্থিক বরাদ্দ কমাল কেন্দ্র

The post ক্যাম্পাসিংয়ে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়ে নজির দৃষ্টিহীন তরুণীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement