সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ধাপে ৬৬ শতাংশ মাইনে বাড়ল দিল্লির (Delhi) বিধায়ক। সোমবারেই বেতন বৃদ্ধির প্রস্তাবকে মান্যতা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৪ ফেব্রুয়ারি থেকেই নয়া বেতন কাঠামো কার্যকর হবে বলে জানা গিয়েছে। এখন প্রতি মাসে ৯০ হাজার টাকা করে বেতন পাবেন দিল্লির বিধায়করা (Delhi MLA)। আগে ৫৪ হাজার টাকা পেতেন তাঁরা। প্রায় ১২ বছর পরে দিল্লির বিধায়কদের বেতনবৃদ্ধি হতে চলেছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী বিধায়কদের বেসিক পে ১২ হাজার টাকা থেকে বেড়ে ৩০ হাজার টাকা হয়েছে। বাড়ানো হয়েছে বিধায়ক তহবিলে অনুদানের পরিমাণও। এছাড়াও টেলিফোনের বিল বাবদ প্রতি মাসে ১০ হাজার টাকা পাবেন বিধায়করা। নয়া কাঠামো অনুযায়ী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মুখ্য সচেতক ও বিরোধী দলনেতাদের বেতন হবে ১ লক্ষ ৭০ হাজার টাকা।
[আরও পড়ুন: আদানি-সহ একাধিক ইস্যুতে দিল্লিতে একক প্রতিবাদে তৃণমূল, গান্ধী মূর্তির নিচে ধরনা সাংসদদের]
দিল্লির বিধায়ক তহবিলের পরিমাণ ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা হয়েছে। এছাড়াও সরকারি খরচে বাসস্থান ও গাড়ি ব্যবহার করতে পারবেন তাঁরা। সপরিবারে বেড়াতে গেলেও ১ লক্ষ টাকার পাবেন বিধায়করা। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন দিল্লির বিধায়করা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধায়করা মাসিক ৫২ হাজার টাকা বেতন পান। দেশের মধ্যে সর্বোচ্চ বেতন পান তেলেঙ্গানার বিধায়করা। ২ লক্ষ ৫০ হাজার টাকা বেতন পান চন্দ্রশেখর রাওয়ের বিধায়করা। হিমাচল প্রদেশের বিধায়করা ১ লক্ষ ৪০ হাজার টাকা বেতন পান। লক্ষ টাকার বেশি বেতন পান বিহার, উত্তরাখন্ড ও রাজস্থানের বিধায়করাও।