shono
Advertisement

ধূমপান করলেই এবার ২০০ টাকা জরিমানা!

এতদিন জানতেন সবাই, কিন্তু মানতেন না কেউই৷ তবে এবারে যাঁরা এই আইন ভঙ্গ করবেন, তাঁদের ২০০ টাকা জরিমানা দিতেই হবে বলে জানান দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা) পি কামরাজ৷
Posted: 05:24 PM May 29, 2016Updated: 11:54 AM May 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কবারণ অনেক আগে থেকেই ছিল৷ কিন্তু মানার কোনও বালাই ছিল না৷ প্রকাশ্যে ইতিউতি ধূমপায়ীদের দেখা মিলেই যেত৷ তাই এবারে আরও কঠোর হতে চলেছে দিল্লি সরকার৷ রাজধানীতে প্রকাশ্যে ধূমপান করলেই ২০০ টাকা জরিমানা হবে আম-আদমির৷

Advertisement

সিগারেট এবং অন্যান্য মাদকজাত পণ্য আইন-২০১৩ অনুসারে বহু আগে থেকেই প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ৷ এতদিন জানতেন সবাই, কিন্তু মানতেন না কেউই৷ তবে এবারে যাঁরা এই আইন ভঙ্গ করবেন, তাঁদের ২০০ টাকা জরিমানা দিতেই হবে বলে জানান দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার (আইনশৃঙ্খলা) পি কামরাজ৷

এদিন তিনি বলেন, “ধূমপানের ফলে শুধু ধূমপায়ীর ব্যক্তিগত ক্ষতি হয় তা নয়৷ আরও বহু মানুষের ক্ষতি হয়৷ তাই ধূমপান ঠেকাতে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷” ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দিল্লি পুলিশ দু’টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ধূমপান ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement