shono
Advertisement

দেশের দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে দিল্লি টু বারাণসী

দিল্লি-কলকাতা করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৮৪ হাজার কোটি টাকা। The post দেশের দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে দিল্লি টু বারাণসী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM Jun 20, 2016Updated: 01:54 PM Jun 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-আহমেদাবাদের পর দেশের দ্বিতীয় বুলেট ট্রেনটি চলবে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত। ৭৮২ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হাই স্পিড ট্রেনটি সময় নেবে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট। এর জন্য খরচ হবে আনুমানিক ৪৩ হাজার কোটি টাকা।

Advertisement

রাজধানী নয়াদিল্লির সঙ্গে পবিত্র শহর বারাণসীকে যুক্ত করবে এই বুলেট ট্রেন। ভবিষ্যতে কলকাতা-দিল্লি হাই স্পিড করিডর তৈরির উপরেও গুরুত্ব দেবে হাই স্পিড রেল কর্পোরেশন ও সহায়ক জাপানি সংস্থাটি। ২০১৭-য় উত্তরপ্রদেশে ভোটের আগে লখনউকেও গুরুত্ব দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে, দিল্লি থেকে লখনউগামী বুলেট ট্রেনটি ৫০৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ১ ঘণ্টা ৪৫ মিনিট ও দিল্লি থেকে কলকাতাগামী হাই স্পিড ট্রেনটি ১৫১৩ কিলোমিটার পাড়ি দিতে ৪ ঘণ্টা ৫৬ মিনিট সময় নেবে। দিল্লি-কলকাতা করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৮৪ হাজার কোটি টাকা।

The post দেশের দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে দিল্লি টু বারাণসী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement