shono
Advertisement

Breaking News

ঘরে সোনা মজুতেও রাশ টানতে পারে সরকার!

চলতি ত্রৈমাসিকে সোনার দাম অর্ধেক হয়ে যেতে পারে! সেক্ষেত্রে কী করবেন? The post ঘরে সোনা মজুতেও রাশ টানতে পারে সরকার! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Nov 26, 2016Updated: 08:48 AM Nov 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর এবার গৃহে সোনা মজুতের উপরও রাশ টানতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের এনডিএ সরকার! একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এমনটাই দাবি করেছে৷ তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক মুখপাত্র এই খবরে ভিত্তিতে কোনও মন্তব্য করতে রাজি হননি৷ সংবাদে দাবি করা হয়েছে, নোট বাতিলের পর কালো টাকার বিরু‌দ্ধে লড়াইকে আরও তীব্র করতে চাইছে কেন্দ্র৷ সেই লক্ষ্যে এবার সোনা কেনাবেচার উপরও নজর রাখবে সরকার৷
৮ নভেম্বর প্রধানমন্ত্রী মোদি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর গত সপ্তাহে দেশে সোনা বিক্রি দু’বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে৷ কারণ হিসাবে অর্থনৈতিকমহল বলছে, অনেকেরই আশঙ্কা ছিল, নোট বাতিলের পর মোদি এবার সোনা আমদানির উপরও রাশ টানবেন৷
উল্লেখ্য, ভারত হল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সোনা ক্রয়কারী দেশ৷ কেন্দ্রের একটি পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিবছর প্রায় ১ হাজার টন সোনার চাহিদা রয়েছে৷ এর এক-তৃতীয়াংশই বিনিময় হয় কালো টাকা বা করফাঁকির টাকায়৷ কাজেই এই টাকা সরকারি হিসাবে যু্ক্ত হয় না৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে নগদ-নির্ভর সোনা পাচার অনেটাই কমে গিয়েছে৷ সে কারণে খোলা বাজারে সোনার দাম অনেকটাই কমেছে৷ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সম্ভাব্য ক্রেতাদের হাতে নগদ না থাকায় এবং দাম কমার ফলে চলতি ত্রৈমাসিকে সোনার দাম অর্ধেক হয়ে যেতে পারে৷

Advertisement

The post ঘরে সোনা মজুতেও রাশ টানতে পারে সরকার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement