সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বদেশি সংস্কৃতির প্রচারে, জাতীয়তাবাদ তথা দেশভক্তি জাগ্রত করতে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। ক’দিন আগে প্রেমদিবসে গরুকে আলিঙ্গন করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রের পশুকল্যাণ বিভাগ। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও গেরুয়া শিবিরের দেখানো পথে পথে হেঁটে পড়ুয়াদের মধ্যে দেশভক্তি জাগাতে এবার উদ্যোগ নিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দিল্লি সরকার (Delhi Government)। রাজধানীর স্কুলগুলির পাঠক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে ‘দেশভক্তি’। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)।
শনিবার দিল্লি সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ামক কোর কমিটির বৈঠক ছিল। সেখানেই ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশভক্তি জাগ্রত করার ব্যাপারে বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করেন মনীশ। দিল্লির শিক্ষামন্ত্রী বলেন, “দেশভক্তি পাঠ্যক্রমের লক্ষ্য হল শিশুদের আশেপাশে ঘটে চলা যে কোনও অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরব হওয়া শেখানো। ছাত্রদের এই অনুভূতি থাকা উচিত যে একজন ভারতীয় হিসেবে, সমাজের প্রয়োজনে সাড়া দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে।”
[আরও পড়ুন: ‘সত্যের জয়, বেইমানরা ছাড় পাবে না’, শিব সেনার প্রতীক বিতর্কে পালটা অমিত শাহর]
নয়া পাঠ্যক্রম পড়ানো হবে ১৮ লক্ষের বেশি নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। এর জন্য ইতিমধ্যে ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও ৩৬ হাজার শিক্ষককে এই বিভাগের জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই ১০ হাজার শিক্ষকের প্রশিক্ষিণ শিবির শুরু হবে।