shono
Advertisement

ঢাকায় এনকাউন্টারে খতম গুলশন হামলার মূলচক্রী

আরও জঙ্গি শহরে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷
Posted: 04:09 PM Jan 06, 2017Updated: 11:20 AM Jan 06, 2017

সুকুমার সরকার, ঢাকা: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকার গুলশন হামলার মূলচক্রী৷ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে ঢাকার মহম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি জঙ্গি ডেরায় হানা দেয় পুলিশ৷ শুরু হয় গুলির লড়াই৷ দীর্ঘক্ষণ গোলাগুলি চলার পর অবশেষে নিকেশ হয় নুরুল ইসলাম মারজান নামে এক জেএমবি জঙ্গিনেতা এবং তার এক সহকারী৷

Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিক ইউসুফ আলি সংবাদমাধ্যম কে জানান, মৃত জঙ্গি মারজান গুলশন হামলার মূলচক্রীদের মধ্যে একজন৷ তিনি আরও বলেন যে, এখনও পর্যন্ত দুজন জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে৷ এই সংঘর্ষের পর ঢাকা শহরে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে৷ আরও জঙ্গি শহরে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷

গত বছরের পয়লা জুলাই ঢাকার অভিজাত গুলশন এলাকায় ক্যাফে আর্টিজানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দিকে হত্যা করে জঙ্গিরা৷ গত এক দশকে এর চেয়ে নৃশংস জঙ্গি হানা দেখেননি সে দেশের মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আইএস পতাকা-সহ হামলাকারী জঙ্গিদের ছবিও পোস্ট করে ইসলামিক স্টেট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement