shono
Advertisement

তুতিকোরিন ইস্যুতে কারখানা সম্প্রসারণে স্থগিতাদেশ হাই কোর্টের, রিপোর্ট তলব কেন্দ্রের

ঘটনায় মৃত্যু ১১ জনের, আহতদের দেখতে হাসপাতালে কমল হাসান। The post তুতিকোরিন ইস্যুতে কারখানা সম্প্রসারণে স্থগিতাদেশ হাই কোর্টের, রিপোর্ট তলব কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM May 23, 2018Updated: 02:37 PM May 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুতিকোরিনে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা তৈরির উপর স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ৷ আজ, হাই কোর্টের তরফে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা সম্প্রসারণের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়৷ একই সঙ্গে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তুতিকোরিনের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে৷ কেন পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ল তার ব্যাখ্যাও এদিন চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার স্বার্থে স্টারলাইট সংস্থার তামা গলানোর কারখানা তৈরি বন্ধ রাখার দাবি জানিয়ে আসছিলেন তুতিকোরিনের বাসিন্দারা৷ কিন্তু, স্থানীয়দের আপত্তি উড়িয়ে নতুন করে কারখানা সম্প্রসারণ তৈরি সিদ্ধান্ত নেয় কর্তৃক্ষ৷ ক্ষোভের বাঁধ ভাঙে বাসিন্দাদের৷ টানা ১০০ দিনের অবস্থান বিক্ষোভের দিনে জ্বলে ওঠে গোটা তামিলনাডু৷ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলিও চালায় পুলিশ৷ পুলিশের গুলি লেগে মৃত্যু হয় ১১ জন আন্দোলনকারীর৷ এই ঘটনায় গোটা দেশজুড়ে শুরু হয় তুমুল বিতর্ক৷

এদিনের এই ঘটনায় আহতদের দেখতে তুতিকোরিন হাসপাতালে যান কমল হাসান৷ কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে৷ কমল হাসানের হাসপাতাল সফরকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী৷ হাসপাতালে জনতাকে ছত্রভঙ্গ করতে বেপরোয়া ভাবে লাঠিচার্জ করে পুলিশ৷ এদিনের নতুন করে পুলিশি তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তামিলনাডুতে৷ বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ৷ নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তেই ১৪৪ ধারা জারি করে পুলিশ৷

ঘটনার প্রতিবাদ জানিয়ে, টুইট করে তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমালোচনা করেন রাহুল গান্ধীও৷ বুধবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘আমি তুতিকোরিনের ঘটনায় বিস্মিত৷ ওখানকার সাধারণ মানুষের জন্য আমার প্রার্থনা রইল৷ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷’’

মঙ্গলবারের জনতা-পুলিশ সংঘর্ষের পর আজও থমথমে গোটা এলাকা৷ নতুন করে  অশান্তির আভাস পেয়ে আগে থেকেই পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ৷ তবে, এদিনের এই ঘটনার   ঘটনায় এড়িয়ে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন তিনি৷

তবে, এদিনের এই ঘটনার পিছনে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ৷ এর আগেও এই স্টারলাইট সংস্থার বিরুদ্ধে জমি অধিগ্রহণের নামে কৃষক হত্যার মতো গুরুতর অভিযোগ উঠেছে৷ অভিযোগ, ওড়িশার নিয়ামগিরিতে খনন করার জন্য হাজার হাজার আদিবাসীকে ভিটেমাটি ছাড়া করার চেষ্টা করেছিল ওই সংস্থা৷ আদিবাসীরা প্রতিবাদ করলে, তাঁদের মাওবাদী আখ্যা দিয়ে অত্যাচার করে পুলিশ৷ শেষ অবধি সুপ্রিম কোর্টে জয়ী হয় কোঁধ উপজাতির আদিবাসীরা৷ শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়  প্রকল্প৷

অভিযোগ, ওই সংস্থাটি মাত্র ৫০৭ কোটি টাকা দিয়ে কেন্দ্র সরকারের লাভজনক সংস্থা ব্যালকোকে কিনেছিল বাজপেয়ী সরকারের আমলে৷ এই হাতবদলের ঘটনার বিরুদ্ধে লাগাতার ধর্মঘট করেছিলেন শ্রমিকরা৷ লড়াই করেছিল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অজিত যোগীও৷ কিন্তু, তাতেও কোনও সমাধান হয়নি পরে লোকসভায় পাশ হয়৷ পর্যবেক্ষক মহলের একাংশের অভিযোগ, যে কোম্পানির দাম হওয়া উচিত ছিল ৪ হাজার কোটি টাকার বেশি, সেই কোম্পানির দাম মাত্র ১ হাজার কোটি টাকা দিয়ে ৫১ শতাংশ শেয়ার কেনা হয়৷

The post তুতিকোরিন ইস্যুতে কারখানা সম্প্রসারণে স্থগিতাদেশ হাই কোর্টের, রিপোর্ট তলব কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement