shono
Advertisement

নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের

বরদাস্ত হবে না কোনও দখলদারি, কড়া নির্দেশ প্রেসিডেন্টের৷ The post নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Sep 12, 2018Updated: 05:49 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু’মাসের মধ্যে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে মধ্যবর্তী নির্বাচন৷ যাকে ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেমিফাইনাল বলেই উল্লেখ করা হচ্ছে৷ সেই নির্বাচনেও রুশ হ্যাকার হানার আশঙ্কা করছে মার্কিন গুপ্তচর সংস্থাগুলি৷ তবে ২০১৬-র পুনরাবৃত্তি রুখতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনের আগেই এই বিষয়ে একটি সরকারি নির্দেশিকা জারি করতে চলেছেন তিনি৷ অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে যে বা যাঁরা দখলদারির করার চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের পথ খুলে রাখছে আমেরিকায়৷

Advertisement

[বাণিজ্য করতে চায় ভারত! দাবি তুলে সাড়া ফেললেন ট্রাম্প]

হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক জানান, ”এই নির্দেশিকাই হ্যাকিং দখলদারি বা হ্যাকিং আটকানোর একমাত্র পথ হতে পারে না৷ তবে একটা বিষয় স্পষ্ট, এবার আর সহ্য করা হবে না৷ দোষীদের যথাযোগ্য শাস্তি দেওয়া হবে৷” এখানেই শেষ নয় তিনি আরও জানান, ”এবার মার্কিন প্রেসিডেন্ট অনেক বেশি সতর্ক৷ দেশের বিভিন্ন প্রশাসনিক বিভাগের পাশাপাশি, প্রতিটি প্রদেশকে সতর্ক করা হয়েছে৷ বলা হয়েছে কোনও বিদেশি নাগরিকের সন্দেহভাজন গতিবিধি দেখতে পেলেই সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণের৷ বিদেশী শক্তিকে প্রতিহত করে দেশকে সুরক্ষিত করতে তৎপর তিনি৷” সূত্রের খবর, ইতিমধ্যেই নজরদারি বাড়ানোর নির্দেশিকা পৌঁছে গিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ, জাতীয় নিরাপত্তা সংস্থা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের কাছে৷

[হাফিজ ইস্যুতে চুপ, পেশোয়ার হামলার ১৩ জঙ্গিকে ফাঁসির সাজা পাকিস্তানের]

উল্লেখ, ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকারদের কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে৷ বলা হয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করতে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করেছে রাশিয়া৷ ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের নির্বাচনী ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস করা হয়েছে৷ সেই সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন মার্কিন আদালতে৷ ১২ জন রুশ আধিকারিককে চিহ্নিত করেছে মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস৷ যদিও এমন অভিযোগ আগেই খারিজ করে দিয়েছে পুতিন প্রশাসন৷ এমনকি রাশিয়ার পাশে দাঁড়িয়েছেন খোদ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট৷

The post নির্বাচনে কলকাঠি নাড়তে পারে বিদেশি শত্রুরা, আশঙ্কায় কঠোর ব্যবস্থা ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement