shono
Advertisement

বাংলাদেশে পাচারের ছক বানচাল, শুল্ক দপ্তরের হাতে সোয়া ২ কোটির মাদক!

পুলিশের জালে ৩।
Posted: 09:47 AM Dec 06, 2023Updated: 09:47 AM Dec 06, 2023

অর্ণব আইচ: সোয়া ২ কোটি টাকার মাদক পাচারের আগেই তা ধরা পড়ল শুল্কদপ্তরের গোয়েন্দাদের হাতে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করলেন গোয়েন্দারা।

Advertisement

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইয়াদুল শেখ, মহম্মদ মোশারফ হোসেন ও হাসান আলি। ধৃতদের মধ্যে ইয়াদুলের বাড়ি উত্তর ২৪ পরগনার দুর্গানগরে। বাকি দুজন ওই জেলারই বাসিন্দা। সোমবার রাতে ইয়াদুল প্রায় আড়াই কিলো ব্রাউন সুপার পাচার করার জন‌্য নিয়ে আসে। সূত্রের মাধ‌্যমে শুল্ক দপ্তরের গোয়েন্দারা এই খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় নজরদারি শুরু করেন। ইয়াদুল একটি ব‌্যাগে করে ওই ব্রাউন সুগার নিয়ে এসে বাকি দু’জনের হাতে তুলে দিতেই হাতেনাতে তিনজন ধরা পড়ে যায় গোয়েন্দাদের হাতে। গোয়েন্দারা ২ কোটি ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেন।

[আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক সন্দেহে নাবালককে খুন! ৯ বছর পর দোষীকে যাবজ্জীবন আদালতের]

গোয়েন্দাদের সন্দেহ, এই মাদক বাংলাদেশে পাচার করার জন‌্য নিয়ে আসা হয়েছিল। এই রাজ্যের কয়েকটি জায়গায় বেআইনি কারখানায় আফিমের গুঁড়োর সঙ্গে অ‌্যাসেটিক অ‌্যানহাইড্রাইডের মতো রায়াসনিক মিশিয়ে তৈরি হয় হেরোউন ও ব্রাউন সুগার। মাদক এজেন্টের মাধ‌্যমেই পাচার চক্র ইয়াদুল ও অন‌্যদের দিয়ে এই বিপুল মাদক পাচারের চেষ্টা করে। ধৃতদের জেরা করে মাদক পাচারচক্রের মাথাদের সন্ধান চলছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

[আরও পড়ুন: নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতেই এ কী করলেন মহিলা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement