সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সন্তানের জন্ম দিয়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার! দেশজুড়ে বিতর্কের মাঝে এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন এলন মাস্ক। সূত্রের খবর, ওই সন্তানের পিতৃত্ব স্বীকার করে নিয়েছেন এক্স কর্তা। কো-প্যারেন্টিং সংক্রান্ত কথাবার্তাও চলছে মাস্ক এবং মার্কিন ইনফ্লুয়েন্সারের মধ্যে।
শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সেখানেই ৩১ বছর বয়সি লেখিকা ও ইনফ্লুয়েন্সার বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা এলন মাস্ক! এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপরই অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই নাকি গোটা বিষয়টা গোপন করেছিলেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে তাঁর আর্জি, যেন খুদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনা হয়। কারণ, তিনি চান তাঁর সন্তান বেড়ে উঠুক সুস্থ-স্বাভাবিক পরিবেশে।
প্রথমে এই নিয়ে কিছুই বলেননি মাস্ক। তবে রবিবার একটি এক্স পোস্টের উত্তর দেন তিনি। এক্স হ্যান্ডেলে এক নেটিজেন দাবি করেন, গত পাঁচ বছর ধরে মাস্ককে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন অ্যাশলে। ওই পোস্টের জবাবেই মার্কিন ধনকুবের লেখেন, 'বাপরে'। তবে একটি শব্দই। বিতর্ক নিয়ে আর কিছু বলতে শোনা যায়নি এক্স কর্তাকে। যদিও অ্যাশলের প্রতিনিধি ব্রায়ান গ্লিকিচ বলেন, কো-প্যারেন্টিং নিয়ে চুপিসাড়ে আলোচনা করছেন মাস্ক। দিনকয়েকের মধ্যে প্রকাশ্যেই সন্তানের পিতৃত্ব স্বীকার করবেন মাস্ক, এমনটাই দাবি অ্যাশলের।
প্রসঙ্গত, যদি অ্যাশলের দাবি সত্য হয়, তাহলে তিনিই মাস্কের জীবনের চতুর্থ নারী, যিনি তাঁর সন্তানকে গর্ভে ধারণ করেছেন। এর আগে মাস্কের ১২ সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে রয়েছে ৫ সন্তান। বিখ্যাত গায়িকা মাস্কের ৩ সন্তানকে গর্ভে ধারণ করেছেন। ২০২১ সালে পৃথিবীর আলো দেখেছে মাস্কের আরও ২ সন্তান। অ্যাশলের দাবি অনুযায়ী এক্স কর্তার সন্তান সংখ্যা হল ১৩।
