সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে হাসফাঁস অবস্থা। এমন অবস্থায় অ্যাকাডেমি ফাইন আটর্সের শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রটি হয়ে যায় বিকল। গরমের চোটে অসুস্থ হয়ে পড়েন একাধিক দর্শক। ঘটনার প্রতিবাদে আগামী ৫ মে-র নাটকের অভিনয় স্থগিত রাখলেন নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়।
গত ১৪ এপ্রিল নাট্যোৎসবের প্রথম দিনে ‘মনিকর্ণিকায় মণিকা’র শো চলাকালীন এই ঘটনা ঘটে। যার পরেই সমাজমাধ্যমকে হাতিয়ার করে ক্ষোভ উগরে দিতে থাকেন নাট্যকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় দেবেশ চট্টোপাধ্যায় লেখেন, “অবিলম্বে একাদেমি অফ ফাইন আর্টস বন্ধ করা উচিত। অভিনয় চলাকালীন ন’জন দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র দীর্ঘদিন কাজ করছে না।”
[আরও পড়ুন: গন্ডগোলে ভরা গ্যাংটক, রহস্য সমাধানে পরমব্রত, দেখুন ‘সাবাশ ফেলুদা’র টিজার]
ওই দিন অ্যাকাডেমিতে যে নাট্যোৎসব চলছিল তাঁর কর্ণাধার বিলু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমনকী অ্যাকাডেমি বন্ধ করারও ডাক দেন। এমন পরিস্থিতিই রবিবার নাটকের অভিনয় স্থগিত রাখার কথা জানান।
প্রখ্যাত নাট্যশিল্পী ফেসবুকে লেখেন, “একাডেমি-তে আগামী ৫ মে-র ‘হয়বদন’ নাট্যের অভিনয় স্থগিত করা হল। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কাজ করলে আবার আমরা একাডেমি-তে অভিনয় করব।”