সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপার বাংলায় মোস্তাফা সরয়ার ফারুকির প্রাথমিক পরিচিতি, তিনি বাংলাদেশের জনপ্রিয় পরিচালক। তাঁর তৈরি ছবি, তাঁর তৈরি সিরিজ যথেষ্ট প্রশংসায় পেয়েছে এদেশে। কয়েকমাস আগে যখন ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেই সময় পরিচালক ও বুদ্বিজীবী হিসেবেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এখন তিনি বাংলাদেশের অন্তর্বতিকালীন সরকারের অন্যতম উপদেষ্টা। বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন, হত্যা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। ঠিক সেই সময়ই ফেসবুকে লম্বা পোস্ট দিলেন। যাঁর মূল বক্তব্যই হল, হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিক ভারত। শুধু তাই নয়, ফারুকি প্রশ্ন তুললেন বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়েও।
ঠিক কী লিখলেন সোশাল মিডিয়ায়?
ফারুকি তাঁর লেখার শুরুতেই স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান। প্রথমেই ভারতের প্রতি তাঁর বার্তা, হাসিনা অধ্যায় শেষ। এটাই এখন বাংলাদেশের বাস্তবচিত্র। ভারতের এবার তা মেনে নেওয়া উচিত। শুধু তাই নয়, ফারুকি ভারতে হাসিনার আশ্রয় নিয়েও মন্তব্য করেছেন। ফারুকি লিখলেন, ''ভারতীয় বন্ধুদের মাথায় রাখা উচিত, গণহত্যার দায়ে অভিযুক্তকে আশ্রয় দিয়ে আদতে বাংলাদেশিদের অনুভূতিকেই আঘাত দিয়েছেন তাঁরা।'' শুধু তাই নয়, ফারুকি তাঁর এই লেখায় ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকার উপরও আঙুল তুলেছেন। তাঁর কথায়, বাংলাদেশের পরিস্থিতি এবং সর্বপরি হিন্দুদের নিপীড়ন, হত্যা নিয়ে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতের সংবাদমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা, ভারতের মুসলিম ও খ্রিস্টানদের তুলনায় অনেক ভালো। যদি তাঁদের খবর সত্যি হয়, তাহলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছে অনুরোধ করব, তাঁরা বাংলাদেশে এসে বাস্তব চিত্র তুলে ধরুক। অবশ্য এর আগেও বিবিসি, আল জাজিরার মতো সংবাদমাধ্যমগুলো ভারতের দ্বারা প্রকাশ সংবাদগুলোকে ফেক নিউজ হিসেবে চিহ্নিত করেছে।
ফারুকি তাঁর লেখার শেষে উল্লেখ করেন, ''ভারত কি করে আশা করে, গণহত্যা, আর্থিক তছরুপ, হিংসা ছড়ানোর মত অভিযোগ যে হাসিনার বিরুদ্ধে উঠেছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশ এর পরেও ভালবাসবে! এই লম্বা পোস্টে ফারুকির প্রশ্ন "ভারত কি জার্মানিকেও তা হলে হিটলারের মতো অত্যাচারীর পক্ষ নিতে বলবে?"