shono
Advertisement

জানেন, কার অনুপ্রেরণায় ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন নাফিসা?

সোশ্যাল মিডিয়ায় শারীরিক অবস্থার কথাও জানালেন অভিনেত্রী৷ The post জানেন, কার অনুপ্রেরণায় ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন নাফিসা? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Nov 22, 2018Updated: 09:10 PM Nov 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রোগ বাসা বেঁধেছে অভিনেত্রীর শরীরে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ জানিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ জীবনের এই কঠিন পরিস্থিতিতে তাঁর বাঁচার রসদ কে জোগাচ্ছে জানেন? ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আবারও সেকথা জানালেন নাফিসা৷

Advertisement

[সোনালি-ইরফানের পর ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি]

আচমকাই একদিন পেটে যন্ত্রণা শুরু হয় নাফিসার৷ দিল্লিরই এক চিকিৎসকের কাছে যান তিনি৷ পাঁচদিন ওষুধ খেয়ে লাভ কিছুই হয়নি৷ নানা পরীক্ষানিরীক্ষা করা হয়৷ তাতেই জানা যায় ক্যানসার রোগ বাসা বেঁধেছে অভিনেত্রীর শরীরে৷ চলতি মাসে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছিলেন নাফিসা৷

[প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর! ছেলেটি কে?]

বান্ধবী সনিয়া গান্ধীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি৷ প্রিয় বান্ধবী বলে পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী৷

আপাতত চিকিৎসা চলছে বছর ৬১-র অভিনেত্রীর৷ কঠিন পরিস্থিতিতে মনের জোর পাচ্ছেন স্বামী এবং মেয়েদের কাছে৷ ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে লড়াকু অভিনেত্রী জানান, তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা৷ জুনেই বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি৷ নাতি বা নাতনি যেই আসুক না কেন, তার মুখ চেয়েই বসে রয়েছেন৷ ওই নতুন অতিথিই এখন তাঁকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার প্রেরণা জোগাচ্ছে৷

[ফের মা হলেন উদিতা, জন্ম দিলেন পুত্রসন্তানের]

মর্মস্পর্শী এই পোস্ট ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা৷ খুদে অতিথির আগমনের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী, একই প্রার্থনা সকলের৷

The post জানেন, কার অনুপ্রেরণায় ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন নাফিসা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement