shono
Advertisement

Asia Cup 2023: ভারত এশিয়া সেরা হতেই নীল শার্ট পরে মন্নতের ছাদে শাহরুখ, জনঅরণ্য সিংহদুয়ারে, দেখুন

৮০০ কোটি পার 'জওয়ান'-এর, ভারতের হাতে এশিয়া কাপ, কিং খানের জন্য এ যেন 'ডবল ধামাকা'!
Posted: 09:08 PM Sep 17, 2023Updated: 09:08 PM Sep 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া সেরা ভারত। এই নিয়ে অষ্টমবার ২২ গজের ময়দানে দাপট দেখিয়ে দিয়েছে ‘নীল বাহিনি’ (India’s Asia Cup win)। শ্রীলঙ্কার মাটিতেই লঙ্কাদহন করেছে ভারতীয় ক্রিকেট টিম। আর দেশের এমন সাফল্যের পরই মন্নতের ছাদে নীল শার্ট পরে ধরা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। রবিবাসরীয় বিকেলে কিং খানের জন্য এ যেন ‘ডবল ধামাকা’!

Advertisement

একদিকে যখন বিশ্বের বক্স অফিসে বিজয়রথ ছোটাচ্ছে ‘জওয়ান’ (Jawan)। ৮০০ কোটির ক্লাবে ঢুকে নতুন মাইলস্টোন গড়েছে, তখন ভারতীয় ক্রিকেট টিমের এশিয়া কাপ জেতার উচ্ছাসে ভাসছে গোটা দেশ। আর সেই উন্মাদনাতেই এবার যোগ দিলেন কিং খান। আমজনতার সঙ্গে তাল মিলিয়ে তিনিও ‘ব্লিড ব্লু’ বাহিনীর সৈনিক হলেন।

রবিবার বিকেলে নীল শার্ট পরে মন্নতের ছাদে উঠলেন শাহরুখ খান। সিংহদুয়ারের সম্মুখে তখন জনঅরণ্য। কিং খানকে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের। তাঁদের গগনভেদী চিৎকারে কান পাতা দায়! বাদশা এলেন, অনুরাগীদের উদ্দেশে চুমু ছুঁড়ে, হাত নেড়ে অভিবাদন জানালেন। ভক্তদের উন্মাদনা তখন ঈস্বরদর্শনের মতোই। অতঃপর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগও ছাড়লেন না তাঁরা। যা কিনা এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

[আরও পড়ুন: ‘জীবনের কোনও মূল্য নেই?’, মার্কিন মুলুকে বসেই সেদেশের প্রশাসনকে কটাক্ষ প্রিয়াঙ্কার!]

প্রসঙ্গত, সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হলেও লিগ টেবিলের এক নম্বরে থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে। সুপার লিগ পর্যায়ে সম্মুখসমরে ভারত-শ্রীলঙ্কা। এর আগে এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক সপ্তমবার ট্রফি জিতেছে ভারত। এবারও কি বিরাট কোহলি-শুভমান গিলদের হাতে ট্রফি উঠবে? বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়বে? রবিবাসরীয় সন্ধেয় সেসব প্রশ্নের জবাব দিয়ে দিল রোহিত শর্মার টিম।

[আরও পড়ুন: ‘ওরা বলেছিল ঝড় আসলে উড়ে যাবে’! ফ্ল্যাট বিতর্কের মাঝে নুসরতের জবাব, ‘আমিই ঝড়’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement