shono
Advertisement
International Booker Prize

বিশ্ব দরবারে ভারতীয় সাহিত্যের জয়জয়কার! বুকার পুরস্কার পেলেন বানু মুস্তাক

এই প্রথম কোনও ছোটগল্পের সংকলন এই পুরস্কার পেল।
Published By: Biswadip DeyPosted: 10:59 AM May 21, 2025Updated: 11:33 AM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্য জগতে অনন্য নজির। আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী পুরস্কার ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। ছোটগল্প সংকলন 'হার্ট ল্যাম্প' বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হলেন। সেই সঙ্গে, তাঁর বইয়ের ইংরেজি সংস্করণের জন্য দীপা ভাসতিও পুরস্কৃত হলেন। ২০১৬ সালের পর দীপাই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে বানুই প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার পেলেন।

Advertisement

'হার্ট ল্যাম্প' বারোটি গল্পের সংকলন। তিরিশ বছরেরও বেশি সময় ধরে গল্পগুলি লিখিত হয়েছে। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে। আরও পাঁচটি বই এবারের নমিনেশন পেয়েছিল। শেষপর্যন্ত সেরার শিরোপা পেলেন বানু মুস্তাকই। এই প্রথম কোনও ছোটগল্পের সংকলন এই পুরস্কার পেল।

লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই বানু ও দীপা পুরস্কৃত হলেন। পুরস্কারমূল্য ৫০ হাজার পাউন্ড। ভারতীয় মূল্যে তা ৫৭ লক্ষ ৪৬ হাজার টাকা। তবে এই টাকা দু'জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। সম্মানিত হওয়ার পরে গল্পকারকে বলতে শোনা যায়, ''সাহিত্যিই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে। একে অপরের মনের ভিতরকার শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে পারে।''

এর আগে গত রবিবার শর্টলিস্ট রিডিং ইভেন্টেও তিনি নিজের লেখালেখি নিয়ে কথা বলেন। জানান তাঁর গল্পগুলি নারীকেন্দ্রিক। তিনি বলেন, ''ধর্ম, সমাজ ও রাজনীতি মহিলাদের থেকে প্রশ্নবিহীন আনুগত্য চায়। এবং এভাবেই মহিলাদের সঙ্গে অমানবিক নিষ্ঠুর আচরণ করে নিছক অধস্তন বানিয়ে দেওয়া হয়।'' উল্লেখ্য, পেশায় আইনজীবী বানু সমাজকর্মীও। পাশাপাশি সাহিত্যচর্চাও করছেন দীর্ঘ সময় ধরে। অবশেষে পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। গর্বিত করলেন দেশকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আন্তর্জাতিক সাহিত্য মহলের অন্যতম নামী পুরস্কার ‘বুকার প্রাইজ’ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক৷
  • ছোটগল্প সংকলন 'হার্ট ল্যাম্প' বইয়ের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হলেন। সেই সঙ্গে, তাঁর বইয়ের ইংরেজি সংস্করণের জন্য দীপা ভাসতিও পুরস্কৃত হলেন।
  • ২০১৬ সালের পর দীপাই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে বানুই প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার পেলেন।
Advertisement