shono
Advertisement
Indian flag

রক্ত ঝরিয়েছেন মুক্তিযুদ্ধে, তেরঙ্গার অবমাননায় ক্ষোভে ফুঁসছেন কালনার সেই সৈনিক

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের নিন্দাও করেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 08:52 PM Dec 03, 2024Updated: 08:52 PM Dec 03, 2024

অভিষেক চৌধুরী, কালনা: ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয়ে পদতলে তেরঙ্গা। সেই দৃশ্য়ের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ভারত। নিন্দার ঝড় উঠেছে সবমহলে। সেই ভিডিও দেখার পর চরম বিস্ময়, একরাশ হতাশায় ভুগছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্রকুমার মণ্ডল। যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের অবদানের কথা কী করে ভুলে গেল? আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে কথাগুলো এক নিশ্বাসে বলে গেলেন তিনি। বয়সের ভারে কাবু হলেও নিজের দেশ ভারতের সম্মান রক্ষায় আজও তিনি যেন অতন্দ্র প্রহরী।

Advertisement

বাংলাদেশে তেরঙ্গা অবমাননা কিছুতেই মেনে নিতে পারছেন না কালনা শহরের মিশনপাড়ার বাসিন্দা সমরেন্দ্রকুমার মণ্ডল নামের এই প্রাক্তন সেনা। এই ঘটনায়  রাতে দুচোখের পাতা এক করতে পারছেন না তিয়াত্তর বছরের সমরেন্দ্রকুমার। এই নিয়ে তিনি ক্ষোভও উগড়ে দিয়েছেন।

২২ বছর বয়সে ভারতীয় সেনায় সৈনিক হিসাবে জম্মু-কাশ্মীর এলাকায় কাজে যোগদান, তার পরই ১৯৭১ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন সমরেন্দ্রবাবু। ভারতীয় সেনা হিসাবে 'মিশন ক্যাকটাস লিলি'র অংশ হন তিনি। যুদ্ধক্ষেত্রে জীবনকে বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সমরেন্দ্রবাবু ক্ষোভের সুরে কাঁপা গলায় বলেন, "দেশের মর্যাদা সেই দেশের জাতীয় পতাকার সম্মানরক্ষার উপর নির্ভর করে। সেই পতাকার অবমাননা একজন ভারতীয় সেনা হিসাবে কিছুতেই মেনে নিতে পারছি না।" বাংলাদেশের তৎকালীন সময়ের উত্তাল পরিস্থিতির কথা তুলে ধরে বিস্ময় প্রকাশ করেন প্রাক্তন এই ভারতীয় সৈনিক। তিনি বলেন, "যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা ভুলে গেল? কৃতজ্ঞতার বদলে জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে এরা। হিংসা, জঘন্য, নোংরা বললেও হয়তো কম হবে।"

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়নের নিন্দাও করেন তিনি। বর্তমান প্রধান মহম্মদ ইউনুসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তাঁর দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "কী করছেন উনি? দেশের সব ধর্ম-বর্ণের মানুষকে সুরক্ষা দেওয়ার দায় তো ওঁরই। সেই দায়িত্ব পালনকে তো অগ্রাধিকার দিতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয়ে ভারতীয় পতাকা মারিয়ে যাওয়ার ভিডিওতে তোলপাড় এপার বাংলা।
  • সেই ভিডিও দেখার পর চরম বিস্ময়, একরাশ হতাশায় ভুগছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্রকুমার মণ্ডল।
  • যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশ আজ ভারতের সাহায্যের কথা কী করে ভুলে গেল? আক্ষেপ ও ক্ষোভের সঙ্গে কথাগুলো এক নিশ্বাসে বলে গেলেন তিনি।
Advertisement