shono
Advertisement
M-Baazar

M-Baazar-এ উৎসবের ধামাকা! দুর্গাপূজা বাম্পার ড্র-এ গ্রাহকরা হলেন 'লাখপতি'

সাধ্যের মধ্যে সেরা পোশাক তুলে দেওয়ার জন্য ছোট থেকে বড় M-Baazar সকলের প্রিয়।
Published By: Buddhadeb HalderPosted: 06:44 PM Oct 18, 2025Updated: 04:43 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন রিটেল ব্র্যান্ড এম বাজার (M-Baazar)। সাধ্যের মধ্যে সেরা পোশাক তুলে দেওয়ার জন্য এই ব্র্যান্ডটি ছোট থেকে বড় সকলের প্রিয়। পুজোর অনুভূতিকে স্মরণীয় করতে M-Baazar প্রতিবছরই কোনও না কোনও চমক আনে। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে তাদের বাম্পার লাকি ড্র কনটেস্ট দারুণ সাড়া ফেলেছে।

Advertisement

​দেশের এই জনপ্রিয় রিটেল চেইনটি সম্প্রতি তাদের 'দুর্গাপূজা বাম্পার লাকি ড্র– লাখপতি কনটেস্টে'র বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এই ক্যাম্পেনটি গ্রাহকদের মধ্যে দারুণ উৎসাহ সঞ্চার করেছে। একাধিক রাজ্য থেকে গ্রাহকরা এতে অংশ নিয়েছিলেন।

​M-Baazar এই লাকি ড্র-এ অংশগ্রহণকারী ভাগ্যবান গ্রাহকদের ১ লক্ষ টাকার বাম্পার লটারির সুযোগ দিয়েছিল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং ওড়িশার বহু গ্রাহক 'লাখপতি' হয়েছেন। স্টোরগুলিতে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল আনন্দের আবহ।

​M-Baazar-এর মিডিয়া ও মার্কেটিং হেড অলোক চৌরাসিয়া জানান, "এই বাম্পার লাকি ড্র আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি মাধ্যম। তাদের এই নিরন্তর বিশ্বাস এবং সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাইছি প্রতিটি শপিং অভিজ্ঞতা যেন তাদের কাছে স্পেশাল হয়ে ওঠে।"



সামনেই কালীপুজো ও দীপাবলি। ​M-Baazar দীপাবলি উপলক্ষে সকল গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। উৎসবকে আরও উজ্জ্বল করে তুলতে তারা বিশেষ এথনিক কালেকশন নিয়ে এসেছে। এই কালেকশনে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, স্টাইলিশ কুর্তা, এলিগ্যান্ট ফিউশন ওয়্যার। পুরুষ, মহিলা এবং বাচ্চাদের জন্যও রয়েছে নানা ধরনের পোশাক।



​M-Baazar এখন ভারতের ৯টি রাজ্যে ২০০-টিরও বেশি স্টোর নিয়ে কাজ করছে। তারা গ্রাহকদের জন্য ভ্যালু, ভ্যারাইটি এবং আনন্দের সমাহারে যেকোনও উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। দেরি করবেন না। অফার শেষ হওয়ার আগেই আপনার কাছের M-Baazar স্টোরে যান। এই দিওয়ালিতে এম বাজারের পোশাকে নিজেকে স্টাইলিশ করে তুলুন।

ওয়েবসাইট: https://www.mbaazar.in/

#MyBaazarMbaazar

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর অনুভূতিকে স্মরণীয় করতে M-Baazar প্রতিবছরই কোনও না কোনও চমক আনেন।
  • সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে তাদের বাম্পার লাকি ড্র কনটেস্ট দারুণ সাড়া ফেলেছে।
  • এই দিওয়ালিতে এম বাজারের পোশাকে স্টাইলিশ হয়ে উঠুন
Advertisement