বিয়ের মরশুমে গ্লিটারিয়া বার্ষিক অফার ২০২৬ নিয়ে হাজির শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar Co Jewellers)। যা চলবে ভ্যালেন্টাইনস ডে পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও রয়েছে বিশেষ ধরনের গয়নার সম্ভার। সাধ্যের মধ্যে চোখ ধাঁধানো হিরের গয়না আর শ্যাম সুন্দর কোম্পানির নিজস্ব ডিজাইনার কালেকশন ক্রেতাদেরকে আকর্ষণ করবেই। এছাড়াও থাকছে সমস্ত গয়নার মজুরিতে আকর্ষণীয় ছাড়। প্রতিটি কেনাকাটায় পাবেন উপহারও।
২০২৩ সালে প্রথম গ্লিটারিয়া নিয়ে হাজির হয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এই ‘গ্লিটারিয়া’ হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড। যা লঞ্চ করার কয়েকদিনের মধ্যেই আমজনতার মন কেড়েছে। অল্প সময়ের মধ্যে পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। চলতি বছরের এই অফার শুরু হয়েছে ৩০ জানুয়ারি থেকে। চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রিয় মানুষটির হাতে এক্সক্লুসিভ হিরের গয়না তুলে দিতে আপনাকে এই ১৬ দিনের মধ্যে ঢু মারতেই হবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে।
এই বিশেষ অফারে রয়েছে নানা ধরনের আকর্ষণীয় ড্র ও ছাড়। ডায়মন্ডের জুয়েলারির মজুরিতে ১০০ শতাংশ ছাড়। সোনার গয়নার মজুরিতে ছাড় পাবেন ১৫ শতাংশ। গ্রহরত্নের ক্ষেত্রে মুদ্রিত দামের থেকে মিলবে ১৫ শতাংশ ছাড়। রূপোয় গয়নায় ছাড় মিলবে ৫ শতাংশ। এছাড়া প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। সঙ্গে পাবেন একটি সিজনাল লাকি ড্র যার মাধ্যমে সংস্থার প্রতিটি শাখা শোরুম থেকে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ থাকবে আপনার হাতে।
এবিষয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “গ্লিটারিয়া আমাদের প্রথম ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড। যা সাশ্রয়ী মূল্যের জুয়েলারির ক্রমবর্ধমান চাহিদারই প্রতিফলন, এবং এর জনপ্রিয় সংযোগ আরও দৃঢ় করতে আমরা একে উপস্থাপন করেছি, কর্মক্ষেত্র ও অবসরে নারীদের প্রতিদিনের সব মুহূর্তের ঝিলিক এবং দ্যুতি প্রতিফলিত হয় এই ডায়মন্ড জুয়েলারিতে।” শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "গ্লিটারিয়া-র সাফল্য আমাদের গ্রাহক বন্ধুদের সমর্থন ও আস্থার ফল। এই বিশেষ বার্ষিক অফার সেই কৃতজ্ঞতারই প্রকাশ। সঙ্গে রয়েছে উৎকর্ষতার ধারাবাহিক প্রতিশ্রুতি ও আরও বেশি ভ্যালু-ফর-মানি দেওয়ার আশ্বাস।” নিশ্চয়ই ভাবছেন হাতের নাগালে শোরুম কোথায়? গড়িয়াহাট, বেহালা ও বারাসতে রয়েছে এদের শোরুম। ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুরে রয়েছে শাখা।
