shono
Advertisement
Ram Mandir

বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে এবার রামমন্দির! কত দামে মিলবে বিশেষ হাতঘড়ি?

ভগবান রাম এবং হনুমানের ছবি থাকছে হাতঘড়িতে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:12 AM Jul 29, 2024Updated: 09:12 AM Jul 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতেও এবার দেখা যাবে রামমন্দিরের ছবি! জানা গিয়েছে, সীমিত সংখ্যক কয়েকটি ঘড়িতে অযোধ্যার রামমন্দিরের ছবি দেওয়া থাকবে। জানা গিয়েছে, সবমিলিয়ে মাত্র ৪৯টি বিশেষ ঘড়ি তৈরি করবে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোং। ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতেই এই ঘড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

সুইস সংস্থাটির তরফে জানানো হয়েছে, ভারতের রিটেলার ইথোস ওয়াচেসের সঙ্গে জুটি বেঁধে এই ঘড়ি তৈরি এবং বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। কেমন দেখতে হবে রামমন্দিরের (Ayodhya Ram Mandir) ঘড়ি? জানা গিয়েছে, ঘড়ির কাঁটা ঠিক যেখানে ৯ ছোঁবে সেখানে থাকবে অযোধ্যার রামমন্দিরের ছবি। তার ঠিক উলটো দিকে ভগবান রাম এবং হনুমানের ছবি থাকছে। হাতঘড়ির ৬-এর ঘরে লেখা থাকছে 'জয় শ্রীরাম' কথাটিও। মূলত সাদা ডায়ালের উপর কালো আর গেরুয়া রং দিয়ে এই ছবি তুলে ধরা হবে বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে।

[আরও পড়ুন: রমরমিয়ে চলছে বেআইনি ব্যবসা! ৩ পড়ুয়ার মৃত্যুর পরে দিল্লিতে সিল ১৩টি কোচিং সেন্টার

ঘড়ির ব্যান্ডটিও বানানো হয়েছে গেরুয়া রং দিয়ে। সুইস সংস্থার তরফে বলা হয়েছে, "আধ্যাত্মিকতা, শুদ্ধতা, প্রার্থনা- এই তিন বিষয়ের প্রতীক হিসাবেই ব্যবহার করা হয়েছে গেরুয়া রং। ঘড়ির প্রতিটি অংশে যেন ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব প্রকাশ পায়, সেদিকে বিশেষ নজর রেখে এই হাতঘড়ি বানানো হয়েছে। ভারতের ঐতিহ্যকে সম্মান জানাতেই বিশেষভাবে বানানো হয়েছে এই ঘড়ি।

বিশেষ এই ঘড়ির দাম কত? ৪১ হাজার ডলারের বিনিময়ে এই লিমিটেড এডিশন ঘড়ি কেনা যাবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৩৪ লক্ষ টাকা। তবে সুইস সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ৪৯টি ঘড়ি তৈরি করা হয়েছে। তার মধ্যে ৩৫টি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: প্রদেশ সভাপতি থেকে সংগঠন, বঙ্গে কোন পথে চলবে কংগ্রেস? দিল্লিতে বৈঠকে বসছে হাইকমান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সবমিলিয়ে মাত্র ৪৯টি বিশেষ ঘড়ি তৈরি করবে সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোং।
  • জানা গিয়েছে, ঘড়ির কাঁটা ঠিক যেখানে ৯ ছোঁবে সেখানে থাকবে অযোধ্যার রামমন্দিরের ছবি। তার ঠিক উলটো দিকে ভগবান রাম এবং হনুমানের ছবি থাকছে।
  • ৪১ হাজার ডলারের বিনিময়ে এই লিমিটেড এডিশন ঘড়ি কেনা যাবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা ৩৪ লক্ষ টাকা।
Advertisement