সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হোক বা বাগদান, প্রত্যেকেই নিজের মনের মতো করে সাজতে চান। বলিউডি তারকাদের বিয়ের অনুষ্ঠানের আসরে চোখধাধানো সাজপোশাক বরাবরই বহুল চর্চিত। কেউ ডাকসাইটে ডিজাইনারের শাড়ি, আবার কেউ বা জমকালো লেহেঙ্গা চোলিতে সাজেন। পুরুষরা কম যান না! তাঁদের ফ্যাশন স্টেটমেন্টের নেপথ্যেও থাকে লক্ষ-কোটি টাকা। তবে এক্ষেত্রে শোভিতা ধুলিপালা, নাগা চৈতন্য কিন্তু ভিন্ন পথে হেঁটেছেন। বাগদানের জন্য আদ্যোপান্ত দক্ষিণের ঐতিহ্যবাহী পোশাকেই সেজেছেন তারকা যুগল।
বাগদানে শোভিতা, নাগাকে সাজিয়েছেন মণীশ মালহোত্রা। বলিউড তথা ফ্যাশন দুনিয়ায় ডাকসাইটে নাম। তারকাযুগলের এহেন সাজপোশাকের নেপথ্যের গল্পটা জানালেন তিনি। মণীশের কথায়, শোভিতা ধুলিপালা প্রথম থেকেই চেয়েছিলেন নিজস্ব ঐতিহ্য যেন বজায় থাকে তাঁর সাজপোশাকে। মণীশও সেই কথামতোই তাঁদের জন্য বাগদানের পোশাক ডিজাইন করেছেন। সোনালি, গোলাপি আভায় তৈরি উডাপ্পা সিল্ক শাড়ি পরেছিলেন শোভিতা। যা কিনা অন্ধ্রপ্রদেশের কারুশিল্পী সম্প্রদায়ের হাতে বোনা একপ্রকারের পোশাক ম্যাটেরিয়াল। কানাকাম্বারাম পদ্ম প্রতীকে গোটা শাড়ির পাড়জুড়ে। যা মন্দিরে ব্যবহৃত হয় এবং মহিলাদের সৌভাগ্যের প্রতীক।
[আরও পড়ুন: অভিনেত্রীদের মতো জেল্লাদার, টানটান ত্বক চান? এই ‘বোটক্স জেল’ দিয়েই হবে ম্যাজিক!]
অন্যদিকে ধবধবে সাদা পোশাক পরেছিলেন নাগা চৈতন্য। অন্ধ্রপ্রদেশের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। সাবেকি এই পোশাক তিনটি সেটের হয়- পাট্টু পাঁচা, লালচি আর কন্ডুভায় সেজেছিলেন অভিনেতা। অন্ধ্রের পুরুষরা সাধারণত কোনও বিশেষ অনুষ্ঠানেই এই পোশাকই পরে থাকেন। জীবনের নতুন শুরুতে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা, দুজনেই যে নিজের শিকড়কে মাথায় রেখে সেজেছেন, তা বলাই বাহুল্য।