shono
Advertisement
Tara Sutaria

কলকাতায় নতুন সাজে সেনকো-র ‘সেনেস’, উদ্বোধনের মধ্যমণি তারা সুতারিয়া

নামী গয়না প্রস্তুতকারক সংস্থা ‘সেনকো’ গোষ্ঠীর এই নতুন উদ্যোগ। ১৬ জানুয়ারি কলকাতায় সাড়ম্বরে এর উদ্বোধন হল। বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন বলিউড তন্বী তারা সুতারিয়া।
Published By: Buddhadeb HalderPosted: 12:52 PM Jan 21, 2026Updated: 01:23 PM Jan 21, 2026

তিলোত্তমায় পা রাখল নতুন ব্র্যান্ড ‘সেনেস’ (SENNES)। নামী গয়না প্রস্তুতকারক সংস্থা ‘সেনকো’ গোষ্ঠীর এই নতুন উদ্যোগ। ১৬ জানুয়ারি কলকাতায় সাড়ম্বরে এর উদ্বোধন হল। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে হাজির ছিলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী তারা সুতারিয়া। তাঁর উপস্থিতিতেই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শহরে যাত্রা শুরু করল এই লাইফস্টাইল ব্র্যান্ড।

Advertisement

ল্যাব-গ্রোন ডায়মন্ড দিয়ে সেনেস তাদের গয়না সাজিয়েছে

সাজপোশাক আর বিলাসিতার সংজ্ঞাকেই বদলে দিতে চায় সেনেস। তাদের মূল লক্ষ্য হল ‘সচেতন বিলাসিতা’। এর মানে হল, সাজগোজের আভিজাত্য বজায় রেখেও পরিবেশের খেয়াল রাখা। ল্যাব-গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে তৈরি হিরে দিয়ে সেনেস তাদের গয়না সাজিয়েছে। এই হিরে পরিবেশের কোনও ক্ষতি করে না। পাশাপাশি আছে চামড়ার তৈরি ঘরোয়া ও ফ্যাশনেবল পণ্য। এ ক্ষেত্রেও পরিবেশ রক্ষায় কড়া নজর দিয়েছে সংস্থাটি। সঙ্গে রয়েছে বাহারি সুগন্ধির সম্ভার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তারা সুতারিয়া

উদ্বোধনী সন্ধ্যায় তারা সুতারিয়া বলেন, "এই ব্র্যান্ডটি স্টাইল আর দায়িত্ববোধের দারুণ মেলবন্ধন। পরিবেশের কথা মাথায় রেখেও যে এত সুন্দর ফ্যাশন করা যায়, তা সেনেস দেখিয়ে দিল। এই পরিবারের অংশ হতে পেরে আমি খুশি।"

সংস্থার অন্যতম শীর্ষকর্তা জয়িতা সেন জানান, কারুশিল্পের পুরনো ঐতিহ্য বজায় রেখে আধুনিক মানুষের রুচিকে প্রাধান্য দিতেই এই ব্র্যান্ড। কলকাতায় তাদের এই পথচলা এক বড় মাইলফলক।

কলকাতার ফ্যাশন প্রেমীদের নজর কাড়তে প্রস্তুত সেনেস

কলকাতার ফ্যাশন প্রেমীদের নজর কাড়তে এখন প্রস্তুত সেনেস। অনুষ্ঠানে হাজির ছিলেন শহরের বিশিষ্টজনেরাও। আভিজাত্য আর ঐতিহ্যের মিশেলে সেনেস এখন শহরের নতুন আলোচনার বিষয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement