shono
Advertisement
Shyamsunder Co. Jewellers

রথযাত্রায় শ্যামসুন্দর জুয়েলার্সের 'বিশেষ রথযাত্রা উৎসব অফার', সমস্তরকম গয়না ও গ্রহরত্নে মিলবে আকর্ষণীয় ছাড়

এই সুযোগ হাতছাড়া করবেন না!
Published By: Sulaya SinghaPosted: 02:42 PM Jun 20, 2025Updated: 02:42 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী ও শুভ রথযত্রা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী শ্যামসুন্দর কোং জুয়েলার্স গয়নাপ্রেমীদের জন্য নিয়ে এসেছে 'বিশেষ রথযাত্রা উৎসব অফার'। এই অফার চলবে ২৩শে জুন ২০২৫ থেকে ৩রা জুলাই ২০২৫ পর্যন্ত।

Advertisement

বিশেষ প্রতিষ্ঠা দিবসে ক্রেতাদের জন্য রয়েছে সোনা ও হিরের গয়নার এক চোখধাঁধানো সম্ভার। সঙ্গে দুর্দান্ত সব অফার! এ বছরের বিশেষ আকর্ষণ প্রভু জগন্নাথের কৃপাধন্য সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার। সঙ্গে রয়েছে সোনা ও হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন।
বিগত কয়েক বছরে গয়নার চাহিদা পালটেছে। পছন্দ অনুযায়ী গয়নার নকশাতেও এসেছে নতুনত্ব। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে সোনা ও হিরের গয়নার ডালি সাজিয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। রয়েছে হাতে তৈরি সোনার গয়না, হিরের গয়না, গ্রহ-রত্ন থেকে শুরু করে আরও কত কী! মধ্যবিত্ত নাগালের মধ্যে দাম, সঙ্গে আধুনিক নকশার বাহার।

কী কী রয়েছে এই অফারে?
প্রতি গ্রামে ৪৫১ টাকার ছাড়: সোনার গয়নার কেনাকাটায় প্রতি গ্রাম সোনায় থাকছে ৪৫১ টাকার বিশেষ ছাড়।
হিরের গয়নার মজুরিতে ১০০% ছাড়: হিরের গয়নার মজুরিতে থাকছে ১০০ শতাংশ ছাড়। শ্যামসুন্দর কোম্পানির প্রতিটি হিরের গয়নাই IGI দ্বারা পরিক্ষীত।
প্ল্যাটিনাম গয়নার MRP-তে ৭% ছাড়: শ্যামসুন্দর কোম্পানির প্ল্যাটিনাম গয়নায় বিশুদ্ধতা, স্থায়িত্ব, আধুনিক ডিজাইন ও চিরন্তন উজ্জ্বলতার গুণাবলী সমাদৃত। সেই প্ল্যাটিনামের গয়নাতে MRP-এর উপর থাকছে ৭% ছাড়।
গ্রহরত্নের MRP-তে ১৫% ছাড়: গ্রহরত্নের বিশুদ্ধতা ও প্রামাণিকতায় শ্যামসুন্দর কোং এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। গ্রহরত্নের MRP-তেও রয়েছে ১৫% অবধি বিশেষ ছাড়।
বিশেষ উপহার: প্রত্যেক ক্রেতার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের আশীর্বাদধন্য প্রাসদপ্রাপ্তির ব্যবস্থা থাকছে। এছাড়াও প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার।

প্রতিষ্ঠাদিবসে অন্যান্য সুযোগসুবিধা তো রয়েছেই। যেমন-সোনায় সোহাগা অফার। সোনা ও হিরের গয়না কেনাকাটায় বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। পুরনো হলমার্ক যুক্ত সোনা বদলে নতুন সোনা কেনার বিশেষ সুযোগ। প্রতিটি গয়নাই IGI ও GSI দ্বারা পরিক্ষীত। সংস্থার ডিরেক্টর রূপক সাহা জানিয়েছেন, "এত বছর ধরে গ্রাহকরা আমাদের ওপর যেভাবে বিশ্বাস আর ভরসা রেখেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আর এটাই আমাদের আরও এগিয়ে চলার পথে অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। এই রথযাত্রা অফার আসলে আমাদের ক্রেতাবন্ধুদের সঙ্গে এই উৎসব উৎযাপনের একটা পথ।"

এবছর পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারে সোনার গয়নার বিশেষ কালেকশন উদ্বোধন করেন মন্দিরের মুখ্য সেবায়েত পরম পূজনীয় শ্রী জগন্নাথ কুমার দ্বৈতাপতি। তিনি জানান, "প্রভুর সামনে এত সুন্দর গয়নার কালেকশন উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের এই অসাধারণ উদ্যোগের জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে তারা আরও এগিয়ে চলুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।"

এ প্রসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "আমাদের সংস্থার কাছে এই রথযাত্রা খুবই বিশেষ একটা উৎসব। তার কারণ আজ থেকে ৬৫ বছর আগে রথ যাত্রার শুভ দিনেই শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথচলা শুরু হয়েছিল। সেজন্য প্রত্যেক বছর সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই শুভ অনুষ্ঠানটি আমরা বিশেষভাবে পালন করি।"

শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর এই 'বিশেষ রথযাত্রা উৎসব অফার' চলবে কলকাতা (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) ছাড়াও ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সমস্ত বিপণিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ রথযত্রা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী গহনার প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স গহনা প্রেমীদের জন্য নিয়ে এসেছে 'বিশেষ রথযাত্রা উৎসব অফার'।
  • এই অফার চলবে ২৩শে জুন ২০২৫ থেকে ৩রা জুলাই ২০২৫ পর্যন্ত।
  • এই 'বিশেষ রথযাত্রা উৎসব অফার' চলবে কলকাতা (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) ছাড়াও ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সমস্ত বিপণিতে।
Advertisement