shono
Advertisement

Breaking News

Skin Care

সানস্ক্রিন মেখেও ত্বক কালচে? ঘরেই ট্রাই করুন ম্যাজিক ফেসপ্যাক

ঝটপট পড়ে ফেলুন।
Published By: Akash MisraPosted: 08:01 PM Nov 15, 2024Updated: 08:01 PM Nov 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে বাইরে বের হওয়ার আগে নিয়ম করে সানস্ক্রিন মাখছেন। তবুও দেখছেন, মুখের ত্বক কালচে। উজ্জ্বলতা হারাচ্ছে মুখের ত্বক। ভাবছেন কী উপায়? নাহ, এর জন্য বিউটি সালোঁতে ছোটার দরকার নেই। বরং ঘরোয়া উপায়েই সেরে ফেলতে পারেন রূপটান। ম্যাজিকের মতো কাজ করবে এই ফেসপ্যাক।

Advertisement

১) দু’চামচ হলুদ গুঁড়ো এক পাত্রে নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। তারপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এ বার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। প্রয়োজনে হাত-পায়েও লাগাতে পারেন। মিনিট পাঁচেক পর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন মুখ। দেখবেন একবার ব্যবহারেই ফল পাবেন।

২) পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গলায় লাগাতে ভুলবেন না। প্রয়োজনে হাতে, পায়েও ব্যবহার করতে পারেন।

৩) শসা ও লেবু দু’টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

৪) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।
  • শসা ও লেবু দু’টিই ত্বক ব্লিচ করার জন্য ভাল।
Advertisement