সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-২০ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম প্রয়োগ করা হয় ভার (VAR) বা ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি। কিন্তু সাম্প্রতিক সময়ে তা নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকী ইংল্যান্ডের ক্লাবগুলো রীতিমতো ভারের কিছু নিয়মের বিরুদ্ধে ভোট দিতে তৈরি ছিল। অবশেষে ভিডিও প্রযুক্তি নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ফিফা (FIFA)।
ভার আসার পর রেফারিদের কাজ সহজ হয়ে গিয়েছে বলেই ধারণা। যদিও ফুটবলমহলের একাংশ তা নিয়ে প্রশ্ন তুলেছিল। ভিডিও প্রযুক্তি ব্যবহার করা সত্ত্বেও অফসাইড, পেনাল্টি, রেড কার্ড ইত্যাদি নিয়ে অভিযোগ ছিল অনেক কোচ-ফুটবলারের। অথচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার উপায় থাকে না। যে কারণে নতুন পরিকল্পনা আনতে চলেছে ফিফা।
[আরও পড়ুন: গুজরাট টাইটান্স কি ছাড়বেন শুভমান গিল? সোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে]
২০২৩-র বৈঠকে 'ভার লাইট'-এর কথা বলা হয়েছিল। তুলনায় কম যান্ত্রিক সুবিধা দিয়েও যা চালানো যাবে। যা সারা বিশ্বে চালু করার প্রক্রিয়া শুরু করেছে ফিফা। এবার নতুন যে নিয়ম চালু হচ্ছে, সেখানে শুধুমাত্র ভিডিও অফিসিয়ালদের উপরেই নির্ভর করবে না ভার। বরং কোচেরাও এখন চ্যালেঞ্জ করতে পারবেন। ফুটবলের আইন তৈরির সংগঠন আইএফএবি (IFAB) থেকে জানানো হয়েছে নতুন নিয়মে 'ভার সাপোর্ট' বা 'VS' যুক্ত করা হবে। ইতিমধ্যেই তার প্রথম ট্রায়াল হয়ে গিয়েছে বলা জানা যাচ্ছে।
[আরও পড়ুন: ‘৭ তারিখ হাউহাউ করে কাঁদব’, অবসর ঘোষণার পর আবেগপ্রবণ সুনীল]
এক্ষেত্রে প্রতিটি দল দুটি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। চ্যালেঞ্জ সফল হলে তা বজায় থাকবে। মাঠের প্লেয়াররা কোচকে কোনও বিশেষ ঘটনার কথা জানালেও একমাত্র তাঁর হাতেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে। তিনি রেফারিকে ইঙ্গিত করে জানাবেন, কোন সিদ্ধান্তের রিভিউ চান। ফিফার রেফারিদের প্রধান কলিনা জানিয়েছেন, ট্রায়ালের ফলাফল এখনও পর্যন্ত খুব ভালো। উল্লেখ্য, ২০২০ সালে ইতালির সিরি আ থেকে সিদ্ধান্ত চ্যালেঞ্জের জন্য প্রথম আবেদন করেছিল।