সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে করছাড়ে মাস্টারস্ট্রোক নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman)। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় অঙ্কের করছাড় ঘোষণা করেছেন। এইসঙ্গে বাজেটের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রেল। সব মিলিয়ে নির্মলার জয়জয়কার করছে গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, কোভিডের মতো কঠিন লড়াই সামলে মেধাবী বাজেট পেশ করেছেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী। তবে কিনা কেন্দ্রীয় বাজেটের নেপথ্যে একা নির্মলাই নেই। গোটা বিষয়ে মূল্যবান পরামর্শ রয়েছে টিম বাজেটের ছয় মহারথী। তাঁরা কারা জানেন?
টি ভি সোমানাথন
অর্থ সচিব টি ভি সোমানাথন তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস। এর আগে পিএমও-র সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে কার্যকাল ছিল ২০১৫ থেকে ২০১৭। বর্তমানে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। কিছুদিন বিশ্বব্যাংকের পরিচালক হিসেবেও কাজ করেছেন সোমানাথন।
অজয় শেঠ
১৯৮৭ ব্যাচের আইএএস অজয় শেঠ। এবারের কেন্দ্রীয় বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তিনি অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব। তাঁকে বাজেট সংক্রান্ত সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। যা তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন।
তুহিন কান্ত পান্ডে
ওড়িশা ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস তুহিন কান্ত পান্ডে। বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব। চলতি আর্থিক বছরে সরকারের বিনিয়োগ কর্মসূচি প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এলআইসি ও এয়ার ইন্ডিয়ায় বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুহিন।
সঞ্জয় মালহোত্রা
আইআইটি কানপুরের প্রাক্তনী রাজস্থান ক্যাডারের আইএএস সঞ্জয় মালহোত্রা। অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের দায়িত্বে রয়েছেন। অতীতে সরকারি সংস্থা আরইসি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি ছিলেন। এবারের কেন্দ্রীয় বাজেট রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
বিবেক জোশী
২০২২ সালে ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারির পদে আসেন বিবেক যোশী। এই দপ্তর ব্যাংক, অন্য আর্থিক সংস্থা, ইন্সুরেন্স কোম্পানি এবং এনপিএসের দেখভাল করে থাকে। ১৯৮৯-এর ব্যাচের হরিয়ানা ক্যাডারের এই আইএএস এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার পদে কাজ করেছেন। অর্থ মন্ত্রকের নতুন মুখ যোশী। তথাপি বর্তমান বাজেটে তাঁর ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ।
ভি অনন্ত নাগেশ্বরণ
গত বছর কেন্দ্রীয় বাজেট পেশের কয়েকদিন আগেই ভি অনন্ত নাগেশ্বরণকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত করেছিল মোদি সরকার। তিনি আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন। ম্যাসাচুসেটস অ্যামরেস্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। সরকারের যাবতীয় আর্থিক সমীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন নাগেশ্বরণ। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট বক্তব্য তৈরি করা হয়েছে নাগেশ্বরণের একাধিক মূল্যবান পরামর্শে।