shono
Advertisement

সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান

এখনও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা সেনার। The post সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান appeared first on Sangbad Pratidin.
Posted: 12:40 AM Jun 26, 2016Updated: 07:23 PM Jun 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পাম্পোরে জঙ্গি হানায় পাঁচ জন জওয়ান শহিদ হলেন শনিবার। সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আজ হামলা চালায় একদল জঙ্গি। জওয়ানদের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

Advertisement

সূত্রের খবর, ফায়ারিং রেঞ্জে প্র্যাকটিস সেরে বাসে চেপে ছাউনিতে ফিরছিলেন জওয়ানরা। সেই সময় আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে, হামলায় ২০ জন সেনা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। গভীর জঙ্গলের ভিতর জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা সেনার।

The post সেনা কনভয়ে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement