shono
Advertisement
Vinicius Jr

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ স্পেনে, ভিনিসিয়াসকে কটাক্ষ করে কারাদণ্ড ৪ ফুটবল ভক্তের

লা লিগায় খেলার সময়ে একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:19 AM Jun 17, 2025Updated: 10:19 AM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ স্পেনের। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়ারকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করার অভিযোগে ৪ ফুটবলপ্রেমীকে কারাদণ্ড দিল মাদ্রিদের আদালত। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, ২০২৩ সালে জানুয়ারি মাসে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের ম্যাচ চলাকালীন ভিনিকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করা হয় গ্যালারি থেকে।

Advertisement

দীর্ঘদিন শুনানির পর সোমবার এই ঘটনায় সাজা ঘোষণা করেছে মাদ্রিদের আদালত। চারজনকে ঘৃণাভাষণ এবং বর্ণবিদ্বেষী আচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়ে ঘৃণাভাষণের জন্য। সঙ্গে সাত মাসের অতিরিক্ত কারাবাসের সাজা দেওয়া হয়েছে, কারণ নিজের কাণ্ড ফলাও করে সোশাল মিডিয়ায় প্রচার করেছিল ওই ফুটবলপ্রেমীরা। এছাড়াও বাকি তিন ফুটবলপ্রেমীকে মোট ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে কারাদণ্ড হলেও চারজনের কাউকেই জেল খাটতে হবে না। কারণ বর্ণবিদ্বেষী মন্তব্য করার পরে ভিনিসিয়াস, লা লিগা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছিল তারা। এছাড়াও শিক্ষা-যুবকল্যাণের মতো একাধিক কর্মক্ষেত্র থেকে তাদের চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভিনিসিয়াসের থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকতে বলা হয়েছে তাদের। ফুটবল স্টেডিয়ামেও এই চারজনের প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে চারজনকে। এছাড়াও বর্ণবৈষম্যবিরোধী প্রকল্পে অংশ নিতে হবে তাদের।

প্রসঙ্গত, লা লিগায় খেলার সময়ে একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভিনি। কিন্তু যেভাবে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিলীয় তারকা, সেই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। ভিনিকে সম্মান জানিয়ে বর্ণবিদ্বেষ বিরোধী আইনের নাম পালটে দিয়েছে রিও ডি জেনেইরো সরকার। খেলার মাঠে যদি বর্ণবিদ্বেষী আচরণ ঘটে, তাহলে খেলা বন্ধ করা বা বাতিল করা যেতে পারে এই আইনের মাধ্যমে। এবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার ফলে দৃষ্টান্তমূলক শাস্তি দিল স্পেনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন শুনানির পর সোমবার এই ঘটনায় সাজা ঘোষণা করেছে মাদ্রিদের আদালত।
  • শিক্ষা-যুবকল্যাণের মতো একাধিক কর্মক্ষেত্র থেকে তাদের চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
  • লা লিগায় খেলার সময়ে একাধিকবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ভিনি।
Advertisement