ভারত: ০
বাংলাদেশ: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দুঃসময়! এশিয়ান কাপে খেলার স্বপ্ন নিয়ে খেলতে নামা ভারতীয় ফুটবল দল ঘরের মাঠে বাংলাদেশকেও হারাতে পারল না। মঙ্গলবার শিলংয়ে ওপার বাংলার টাইগারদের বিরুদ্ধে গোলই করতে পারলেন না সুনীল ছেত্রীরা। একাধিক সহজ সুযোগ নষ্ট। ফরওয়ার্ডদের ব্যর্থতা। যার জেরে এশিয়ান কাপের প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে হল মানোলো মার্কেজের ছেলেদের। শুভাশিস বসুরা দুর্গ হয়ে না দাঁড়ালে এদিন হয়তো আরও লজ্জা অপেক্ষা করেছিল টিম ইন্ডিয়ার জন্য।

বাংলাদেশ এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় এমন এক জায়গায় রয়েছে যে, ভারতীয় ফুটবলের এই দুর্দিনেও দু’দলের মধ্যে ব্যবধান ৫০তম স্থানের। ওপার বাংলার টাইগাররা ভারতের বিরুদ্ধে শেষবার জিতেছিল ২০০৩-এ। যতই বাংলাদেশের হয়ে খেলতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা হামজা চৌধুরী চলে আসুন না কেন, এই বাংলাদেশকে ভারত ঘরের মাঠে অত্যন্ত অনায়াসে হারাবে সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু মানোলো মার্কেজের ছেলেরা পেরে উঠলেন না। সেটার একটা কারণ যদি হামজার ভালো পারফরম্যান্স হয়, তাহলে আর একটা কারণ অবশ্যই ভারতীয় ফরওয়ার্ডদের ব্যর্থতা।
ম্যাচের শুরুটা দারুন করেছিল বাংলাদেশ। প্রথম ১০-১৫ মিনিট কার্যত বাংলাদেশিরাই দাপট দেখায়। বিশেষ করে হামজাকে রোখাটা বেশ কঠিন হচ্ছিল। তবে মিনিট কুড়ির মধ্যেই ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ধীরে ধীরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশিরা। হামজার প্রভাবও অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলে টিম ইন্ডিয়া। ভারতীয় দল সুযোগ পেতে শুরু করে। প্রথমার্ধে অন্তত গোটা দুয়েক সহজ সুযোগ এসেছিল। বিশেষ করে ৩২ মিনিটে ফারুখ চৌধুরী যে সুযোগ নষ্ট করলেন, সেটা ক্ষমার অযোগ্য। দিন কয়েক আগে মূলত এই বাংলাদেশ ম্যাচের কথা মাথায় রেখেই সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্ত নেন কোচ মার্কেজ। কিন্তু সেই সুনীলকে এদিন নিস্প্রভ দেখাল। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ এসেছিল।
দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই বলের দখল ছিল ভারতীয় দলের কাছে। কিন্তু কাজের কাজ হয়নি। লিস্টন কোলাসোরা ফাইনাল থার্ড পর্যন্ত এগোলেও গোল করতে পারেননি। সুযোগ অবশ্য বাংলাদেশও পেয়েছিল। প্রথমার্ধে গোলরক্ষক বিশাল কাইথের ভুলে প্রায় গোল হজম করতে বসেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধেও সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু তাঁরাও কাজে লাগাতে পারেনি। যার নিট ফল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও মাত্র এক পয়েন্ট জুটল। তবে স্বস্তির খবর, ভারতের গ্রুপের বাকি দুই দলও প্রথম ম্যাচে ড্র করেছে।