স্টাফ রিপোর্টার: নতুন করে আইএসএল চালানোর জন্য টেন্ডার ডেকেছে ফেডারেশন। সেই টেন্ডারের শর্ত জানার পর আগ্রহী সংস্থাগুলির তরফে দু'শোর বেশি প্রশ্ন করা হয়েছিল ফেডারেশনকে। সেই প্রশ্নের উত্তর না পেলে সংস্থাগুলি বিড জমা দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না। অবশেষে বুধবার সবমিলিয়ে ২৩৪টি এমন প্রশ্নের জবাব দিল ফেডারেশন।
আইএসএল নিয়ে জটিলতায় বেশ সমস্যা তৈরি হয়েছে ভারতীয় ফুটবলে। অনেক কাঠখড় পুড়িয়ে সুপার কাপ খেলতে ক্লাবগুলিকে রাজি করিয়েছে ফেডারেশন। তবে মহামেডান স্পোর্টিং, চেন্নাইয়িন এফসির মতো কয়েকটি ক্লাব সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আবার কিছু ক্লাব ছয় বিদেশির কোটা পূরণও করেনি। আসলে আইএসএলের ভবিষ্যৎ কী হবে, তা নিশ্চিত না হওয়ায় বাড়তি খরচ করতে নারাজ বহু ক্লাব। এক দশকেরও বেশি সময় আইএসএল চালিয়েছে এফএসডিএল। তবে ফেডারেশনের সঙ্গে চুক্তি নবীকরণে আগ্রহী হয়নি তারা। তাই নতুন করে আইএসএলের মার্কেটিং স্বত্ব নিয়ে টেন্ডার ডাকতে হয়েছে ফেডারেশনকে। সেখানেও অবশ্য এফএসডিএল ছাড়া তেমন কোনও বড় সংস্থা আগ্রহী হয়নি। সম্প্রতি ফেডারেশনের তরফে আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে যে বৈঠক হয়, সেখানে এফএসডিএল ছাড়া তেমন কোনও সংস্থা ছিল না। সেখানেও এফএসডিএল-সহ অন্য সংস্থাগুলির তরফে তোলা প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেনি ফেডারেশন।
অবশেষে এদিন ২৩৪টি প্রশ্নের জবাব নিজেদের ওয়েবসাইটে দিয়েছে ফেডারেশন। সেখানে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না ক্লাবগুলিকে। বরং শুরু থেকে আইএসএল খেলা ক্লাবগুলি ১০ শতাংশ এবং বাকি ক্লাবগুলি ২০ শতাংশ হারে নিজেদের লভ্যাংশ দেবে প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পাওয়া সংস্থাকে। এর বাইরে কোনও অর্থ দিতে হবে না তাদের। স্পনসর, বিজ্ঞাপন বা বিনিয়োগকারী আনার মাধ্যমে প্রতিযোগিতা পরিচালনার জন্য বাকি অর্থের সংস্থান করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। শীর্ষ আদালতের নির্দেশে যে প্রমোশন-রেলিগেশন চালু করতে হবে লিগে, তা স্পষ্ট করে দিয়েছে ফেডারেশন। আবার বর্তমান ধারা অনুযায়ী লিগ পর্বের শেষে নকআউট রাউন্ড হবে কি না বা ক্লাবগুলির স্যালারি ক্যাপ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার লিগের গভর্নিং কাউন্সিলের উপর দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশন। গত কয়েক মরশুমের আইএসএলের সম্প্রচার সংক্রান্ত তথ্য সরকারি সংস্থা 'বিএএসি' এবং সংশ্লিষ্ট সম্প্রচারকারী সংস্থা থেকে নিতে হবে বলে টেন্ডারে আগ্রহী সংস্থাগুলিকে জানিয়েছে ফেডারেশন।
পাশাপাশি টেন্ডারের বিভিন্ন শর্তেও পরিবর্তন করেছে ফেডারেশন। ওই ২৩৪টি প্রশ্নের মধ্যে বেশ কয়েকটির জবাব হিসাবে ফেডারেশনের তরফে সংস্থাগুলিকে বলা হয়েছে নতুন শর্ত পড়ে দেখতে। আবার বেশ কিছু শর্ত বাদও দেওয়া হয়েছে। আইএসএলের টেন্ডার নিয়ে আগ্রহী সংস্থাগুলির প্রশ্ন শোনার পর ফেডারেশন নিজের শর্ত পরিবর্তন করেছে বা বাদ দিয়েছে বলে মনে করা হচ্ছে।
