স্টাফ রিপোর্টার: আইএসএলের ভবিষ্যৎ জানতে সম্ভবত আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবেদন করবে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেভাবে বলতে গেলে আইএসএলের টেন্ডারের জন্য গঠিত বিড ইভ্যালুয়েশন কমিটির প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও আইএসএলের টেন্ডার নিয়ে রিপোর্ট জমা দেবেন সুপ্রিম কোর্টে। জানাবেন, আইএসএলের জন্য টেন্ডার ডাকার পর কী পরিস্থিতি হয়েছে। তারই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন তিনি।
টেন্ডারের প্রক্রিয়া শুরুর আগে এফএসডিএল সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আলোচনায় বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তাতে মোটামুটি যে বিষয়গুলি উঠে এসেছে, তাতে যারাই বিড করুক, গভর্নিং কাউন্সিলের জায়গায় সেই সংস্থাকে দায়িত্ব না দিলে, সংস্থাগুলি আইএসএল চালানোর জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি নয়।
এর পাশাপাশি রয়েছে রেলিগেশন-প্রোমোশন এবং বিডের শর্ত হিসেবে বার্ষিক সাড়ে সাঁইত্রিশ কোটি টাকা ফেডারেশনকে দেওয়ার ব্যাপারটাও।
বার্ষিক সাড়ে সাঁইত্রিশ কোটি কমানো-বাড়ানোটা ফেডারেশনের উপর নির্ভর করে। কিন্তু রেলিগেশন-প্রোমোশনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ফেডারেশনের সংবিধান তৈরি হয়েছে। ফলে এই ইস্যুতে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারবেন না ফেডারেশন কর্তারা। সঙ্গে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, দেশের সর্বোচ্চ লিগ পরিচালনা করবে ফেডারেশন। ফলে গভর্নিং কাউন্সিল এবং লিগের রেলিগেশন-প্রোমোশন নিয়ে নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হলে তা সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। সেই কারণেই ঠিক হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও সম্ভবত আজকেই আইএসএল টেন্ডার নিয়ে তাঁর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টকে জানাবেন। তারপর তাকিয়ে থাকতে হবে আদালতের রায়ের দিকে।
তবে একটা বিষয় পরিষ্কার, আদালতের রায়ের পর যদি নতুন করে শর্ত তৈরি করে ফের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়, তাহলে আইএসএল চালু করার জন্য পর্যাপ্ত সময় ক্রমশ কমে আসবে। এটাই যা চিন্তার।
