সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইচুং ভুটিয়া বনাম কল্যাণ চৌবে দ্বন্দ্বে নয়া মোড়! এবার ফেডারেশন সভাপতির বিরুদ্ধে 'ভিত্তিহীন' মন্তব্য করার অভিযোগে বাইচুংকে (Bhaichung Bhutia) শোকজ করার পরিকল্পনা করেও শেষপর্যন্ত পিছিয়ে এল ফেডারেশন। বুধবার সকালে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে প্রাক্তন ভারত অধিনায়ককে শোকজ করা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের কাছে হারের পরই ফেডারেশন সভাপতির বিরুদ্ধে কার্যত বিস্ফোরণ ঘটান বাইচুং। কল্যাণ চৌবের পদত্যাগ দাবি করে প্রাক্তন ভারত অধিনায়ক বলে দেন, ভারতীয় ফুটবল দলের ব্যর্থতার জন্য দায়ী ফেডারশন সভাপতিই। সাংবাদিক সম্মেলনে বাইচুং বলেন, “আমাদের সময়ে মাত্র ১৬টা দল এশিয়া কাপ খেলত। এখন সেটা ২৪টা হয়েছে। তার মধ্যে আমাদের থাকা উচিত। ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং কোথায় নেমেছে দেখুন। এখন রয়েছে ১৩৩ নম্বরে। তার মূল কারণ ফেডারেশনের ব্যর্থতা। কিন্তু গত তিন বছরে মাঠে হোক বা ম্যানেজমেন্টে, আমরা চূড়ান্ত ব্যর্থ হয়েছি।”
এখানেই শেষ নয়, কল্যাণের কেরিয়ার নিয়েও খোঁচা দিতে ছাড়েননি বাইচুং। তিনি বলে দেন, “আমি ১৯৯৯ সাল থেকে ভারতের অধিনায়ক ছিলাম। অবসর নিয়েছি ২০১১ সালে। কিন্তু বিশ্বাস করুন, আমার নেতৃত্বে কোনওদিন কল্যাণ চৌবে খেলেনি। হ্যাঁ, হয়তো দুয়েকটা সফরে গিয়েছিল। কিন্তু সেখানে তৃতীয় পছন্দ ছিল। আর এখন সব জায়গায় ও মিথ্যা বলে যাচ্ছে যে, জাতীয় দলে খেলেছে। ও খেলার সময়ও খেলার থেকে বেশি রাজনীতিই করত।” এমনকী সৌদি আরবে সন্তোষ ট্রফি আয়োজন করতে গিয়ে কল্যাণ দুর্নীতি করেছেন বলেও ইঙ্গিত করেন বাইচুং।
প্রাক্তন অধিনায়কের এই একপেশে অভিযোগ মুখ বুজে হজম করেননি কল্যাণও। আসলে বাইচুং নিজেও এই মুহূর্তে ফেডারেশনের কার্যকরী কমিটিতে রয়েছেন। কল্যাণ আগেই তাঁর উদ্দেশে প্রশ্ন তোলেন, এভাবে বাজার গরম না করে যা বলার ফেডারেশনের বৈঠকে বললেই হয়। এমনকী বাইচুংকে মাসিক দেড় লক্ষা টাকা ফেডারেশনের তরফে বেতন হিসাবে দেওয়া হয় বলেও মনে করিয়ে দেন তিনি।
