shono
Advertisement
Bengal Super League:

বিএসএলে টানটান লড়াই! নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিকে আটকে দিল কোপা টাইগার্স বীরভূম

জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ।
Published By: Subhajit MandalPosted: 05:53 PM Dec 23, 2025Updated: 05:53 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ফুটবল। যে দলটা পরপর দুই ম্যাচ জিতে অপরাজেয় মনে হচ্ছিল, সেই দল এখন চাপে। আর যে দল পরপর ৩ ম্যাচ হেরে কার্যত কোণঠাসা হয়েছিল, সেই দলও ঘুরে দাঁড়াল। কথা হচ্ছে বেঙ্গল সুপার লিগের। প্রথম দলটা নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। আর দ্বিতীয় দল কোপা টাইগার্স বীরভূম।

Advertisement

মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসিকে আটকে দিল কোপা টাইগার্স বীরভূম। এদিন ম্যাচের শুরু থেকে প্রত্যাশিতভাবেই বীরভূমের উপর চাপ সৃষ্টি করেছিল নর্থবেঙ্গল। আসলে এর আগে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে অনায়াসেই জিতেছিল তাঁরা। আগের ম্যাচে জয় এসেছিল কোপা বীরভূমের বিরুদ্ধেও। তাই এদিন নর্থবেঙ্গলই এগিয়েছিল। কিন্তু অ্যাওয়ে ম্যাচে বীরভূম খানিকটা অপ্রত্যাশিত লড়াই করল। দাঁতে দাঁত চেপে ৯০ মিনিট লড়ে উত্তরবঙ্গের দলটিকে আটকে দিল রাঙামাটির জেলা বীরভূমের ক্লাব। ম্যাচের সেরা হলেন ডিফন্ডার আমোহ এবেনেজার।

এই ম্যাচে নর্থবেঙ্গলকে আটকে দেওয়ার সুবাদে পয়েন্ট টেবিলে খাতা খুলল কোপা। এর আগে ৩ ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল তাদের। যদিও এই পয়েন্ট পাওয়ার পরও লিগ টেবিলে সবার নীচেই রয়েছে তারা। অন্যদিকে, এই 'নিশ্চিত জয়ে'র ম্যাচে আটকে গিয়ে নর্থবেঙ্গল ৩ নম্বরে। চার ম্যাচে তাঁদের সংগ্রহ ৭ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে এখনও জে এইচ আর রয়্যাল সিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যে দলটা পরপর দুই ম্যাচ জিতে অপরাজেয় মনে হচ্ছিল, সেই দল এখন চাপে।
  • যে দল পরপর ৩ ম্যাচ হেরে কার্যত কোণঠাসা হয়েছিল, সেই দলও ঘুরে দাঁড়াল।
  • মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসিকে আটকে দিল কোপা টাইগার্স বীরভূম।
Advertisement