সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠে আবিষ্কার করেন ছেলে ব্লক করে দিয়েছে। পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে বিদায় নিয়েছে বড় ছেলে ব্রুকলিন। কিন্তু তিনি তো বাবা। সন্তানের প্রতি কোনও অভিযোগ তার থাকতে নেই। ডেভিড বেকহ্যাম যে গৃহত্যাগী সন্তানকে কতটা ভালোবাসেন সেটা ছেলেকে সোশাল মিডিয়ায় দেওয়া শেষ বার্তাতেই স্পষ্ট।
বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, জ্যেষ্ঠপুত্র ব্রুকলিনের সঙ্গে ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যামের দূরত্ব বাড়ছে। সম্পর্কে বাড়ছে তিক্ততাও। সেই পারিবারিক ফাটলের ছবি একদিন আগেই স্পষ্ট হয়েছে সোশাল মিডিয়ায়। প্রায় বছরতিনেক ধরেই ব্রুকলিনের সঙ্গে পরিবারের বাকি সদস্যদের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। প্রায় বছরখানেক বেকহ্যাম পরিবারের যাবতীয় অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ব্রুকলিন। বাবার ৫০তম জন্মদিন উদযাপন, নাইটহুড প্রাপ্তি- জ্যেষ্ঠপুত্রকে কোনওটাতেই দেখা যায়নি। নিজের বিবাহবার্ষিকীতেও পরিবারের কাউকে ডাকেননি ব্রুকলিন। বর্তমানে বড়দিন-নতুন বছরের ছুটিও তিনি কাটাবেন স্ত্রী নিকোলা ও তাঁর পরিবারের সঙ্গে।
আসলে ব্রুকলিন নাকি বাবার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অনুভব করেননি। তাঁর মনে হত বাবার সঙ্গে সম্পর্ক কেবলই ব্যবসায়িক। সেকারণেই পরিবারের সঙ্গে ব্রুকলিনের দূরত্ব বেড়েছে। কিন্তু বেকহ্যাম বরাবরই বুঝিয়েছেন, তিনি সন্তানদের পাশে আছেন। বাকি সন্তানদের যেমন ভালোবাসেন তেমন ব্রুকলিনকেও। নিজের ৫০ তম জন্মদিনে ব্রুকলিন না থাকলেও তাঁকে ট্যাগ করে বেকহ্যাম সোশাল মিডিয়ায় লেখেন, "তোমাকে মিস করেছি।" সঙ্গে ছিল ছেলের পুরনো ছবি।
তার পর ফাদার্স ডে-তেও ছেলে ব্রুকলিন-সহ ছেলেদের নিয়ে আবেগঘন বার্তা দেন বেকহ্যাম। যা সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। তিনি লেখেন, "আমার অনেক কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হল পিতৃত্ব। আমি তোমাদের নিয়ে গর্বিত। তোমাদের বাবা আগের মতোই বলছে, যে কোনও কঠিন সময়ে তোমাদের পাশে আছি। যা-ই হয়ে যাক, সঙ্গ ছাড়ব না।" স্ত্রী ভিক্টোরিয়ার উদ্দেশে তিনি লিখেছিলেন, "আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ। এর চেয়ে বড় কোনও উপহার হতে পারে না।" ব্রুকলিনের বিদায়ের পর বেকহ্যামের এই পোস্ট ভাইরাল হচ্ছে।
