shono
Advertisement
Asian Cup Qualifier

এশিয়ান কাপের বাছাই পর্বে আজ ভারত বনাম বাংলাদেশ, হামজা-সুনীল দ্বৈরথের উত্তাপ শিলংয়ে

হামজা চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দল কী পরিকল্পনায় খেলতে চাইছে, সেটা গোপনই রাখছেন কোচ মানোলো।
Published By: Subhajit MandalPosted: 01:49 PM Mar 25, 2025Updated: 01:49 PM Mar 25, 2025

স্টাফ রিপোর্টার: এমন একটি দলের বিরুদ্ধে ভারতীয় দল খেলতে নামছে, যে দেশটি ভারতের বিরুদ্ধে শেষ জিতেছিল ২০০৩-এ। সেটাও ছিল তাদের ঘরের মাঠে। সেই বাংলাদেশ এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় এমন এক জায়গায় রয়েছে যে, ভারতীয় ফুটবলের এই দুর্দিনেও দু'দলের মধ্যে ব্যবধান ৫০তম স্থানের। তবুও এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো চিন্তিত ভারতীয় শিবির। পুরো পরিস্থিতি নিয়ে ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ এতটাই চিন্তিত যে, একজন চল্লিশ বছরের অবসর নেওয়া ফুটবলার সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন। জাতীয় কোচের এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক ভাবে ঘরে-বাইরে রীতিমতো সমালোচিত হয়েছেন জাতীয় কোচের পাশাপাশি ফেডারেশন কর্তারাও। আর সেই কারণেই শিলংয়ে বাংলাদেশ ম্যাচের আগে রীতিমতো চাপে ভারতীয় শিবির।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে মানোলোর চাপে থাকার আরও একটা কারণ হল, বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। একদা লেস্টার সিটির হয়ে ইপিএলে খেলা হামজা এই মুহূর্তে খেলছেন চ্যাম্পিয়নশিপে। বিশ্বফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা থাকা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি হওয়ায়, সে দেশের শক্তি যে বৃদ্ধি পাবে, বলাই বাহুল্য। বিশেষ করে কোচ হাভিয়ে কাবরেরার কোচিংয়ে দু'বছর আগে বেঙ্গালুরুর সাফে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। তার উপর গত দু'দিন ধরে প্র্যাকটিসের মাঠ নিয়ে যেভাবে বাংলাদেশ দলের তরফে অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে, তাতে মঙ্গলবারের ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। ভারতীয় দলও তাদের প্র্যাকটিসের সময় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে রীতিমতো চোর-পুলিশ খেলেছে। হামজা চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দল কী পরিকল্পনায় খেলতে চাইছে, সংবাদমাধ্যমকে বুঝতে দিতে চাননি কোচ মানোলো।

এদিন সাংবাদিক সম্মেলনে মানোলো যেরকম সুনীল ছেত্রীকে নিয়ে আসেননি, সেরকম বাংলাদেশ কোচ হাভিয়ে নিয়ে আসেননি হামজা চৌধুরীকে। মানোলো এসেছিলেন সন্দেশকে নিয়ে। হাভিয়ের সঙ্গে ছিলেন জামাল ভূঁইয়া। আর সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগে দু'তরফে কোনও গোলাগুলি চলল না। দু'তরফ থেকেই এল সাধারণ কথা। "হামজা থাকায় অবশ্যই বাংলাদেশ দল শক্তিশালী হয়েছে। বাংলাদেশ এখন সত্যিই ভাল খেলছে," বললেন মানোলো। উল্টোদিকে বাংলাদেশ শিবির থেকেও ভারতীয় দলের পাশাপাশি সুনীল ছেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হল। আসলে আসল লড়াইটা রেখে দেওয়া হল মঙ্গলবার রাতের জন্য।

আজ টিভিতে ভারত বনাম বাংলাদেশ
শিলং, সন্ধ্যা ৭.০০
সরাসরি স্টার স্পোর্টস ও জিও হটস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা থাকা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি হওয়ায়, সে দেশের শক্তি যে বৃদ্ধি পাবে, বলাই বাহুল্য।
  • কোচ হাভিয়ে কাবরেরার কোচিংয়ে দু'বছর আগে বেঙ্গালুরুর সাফে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ।
  • গত দু'দিন ধরে প্র্যাকটিসের মাঠ নিয়ে যেভাবে বাংলাদেশ দলের তরফে অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে, তাতে মঙ্গলবারের ম্যাচ ঘিরে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
Advertisement