shono
Advertisement
Bayern Munich

রুদ্ধশ্বাস ম্যাচে ড্র, দুর্দান্ত প্রত্যাবর্তনেও খেতাবি অপেক্ষা বাড়ল বায়ার্ন মিউনিখের

কোন সমীকরণে চ্যাম্পিয়ন হবে তারা?
Published By: Prasenjit DuttaPosted: 12:21 AM May 04, 2025Updated: 12:21 AM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় পেলেই বুন্দেসলিগার খেতাব পেত বায়ার্ন মিউনিখ। কিন্তু এত তাড়াতাড়ি জয়ের উৎসবে গা ভাসাতে পারবেন না বায়ার্ন সমর্থকরা। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে লাইপজিগের সঙ্গে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ফলে এদিনই চ্যাম্পিয়ন হওয়া হল না তাদের।

Advertisement

রবিবার বায়ার লেভারকুজেন পয়েন্ট হারালেই শিরোপা পাবে বায়ার্ন মিউনিখ। এদিন শুরুটা ভালো করেনি বায়ার্ন। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে মিউনিখের দলটি। লাইপজিগের হয়ে ১১ এবং ৩৯ মিনিটে গোল করেন সেসকো এবং ক্লস্টারমান।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। মুহুর্মুহু আক্রমণ শানিয়ে বিপক্ষের ব্যতিব্যস্ত রাখে তারা। এর ফলও মেলে। ৬২ এবং ৬৩ মিনিটে কমান ডায়ার এবং ওলিসের গোলে বায়ার্নের পক্ষে স্কোরলাইন হয় ২-২। এরপর আরও চাপ বাড়ায় তারা। ৮৩ মিনিটে জসুয়া কিমিচের ঠিকানা লেখা পাস থেকে জোরালো শটে দলকে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে। গ্যালারি তখন উৎসবের প্রস্তুতি চলছে। সবাই যখন ধরেই নিয়েছে বুন্দেসলিগার শিরোপা জিততে চলেছে বায়ার্ন মিউনিখ, ঠিক তখনই অতিরিক্ত সময় (৯০+৪) খেলার গতির বিরুদ্ধে গিয়ে গোল করেন ইউসুফ পলসেন।

ড্রয়ের ফলে ৩২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৬। দ্বিতীয় স্থানে রয়েছে লেভারকুজেন। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৬৭। বায়ার্নের চেয়ে তাদের ৯ পয়েন্টের ফারাক। এখনও বাকি তিনটি ম্যাচ। লেভারকুজেন যদি সব ম্যাচে জেতে, অন্যদিকে শেষের দু'টি ম্যাচ যদি বায়ার্ন হেরেও যায় তাহলেও দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা হবে গোল পার্থক্য। বায়ার্ন এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে গোল ফারাকে ৩০ ব্যবধানে এগিয়ে। তাই বায়ার্নের শিরোপা জয় এখন সময়ের অপেক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয় পেলেই বুন্দেসলিগার খেতাব পেত বায়ার্ন মিউনিখ।
  • কিন্তু এত তাড়াতাড়ি জয়ের উৎসবে গা ভাসাতে পারবেন না বায়ার্ন সমর্থকরা।
  • টানটান উত্তেজনায় ভরা ম্যাচে লাইপজিগের সঙ্গে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন।
Advertisement