সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। টানটান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই। শুক্রবার দু'টি ম্যাচ ছিল বিএসএলে। প্রথম ম্যাচে হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের সঙ্গে জেএইচআর রয়্যাল সিটি ফুটবল ক্লাবের ম্যাচ গোলশূন্য ড্র হল। অন্যদিকে বর্ধমান ব্লাস্টার্স ৩-১ গোলে হারাল কোপা টাইগার্সকে। প্রাথমিক ধাক্কা সামলে লিগে ঘুরে দাঁড়াচ্ছে সন্দীপ নন্দীর দল।
বেঙ্গল সুপার লিগের শুরুটা খুব ভালো হয়েছিল জোসে ব্যারেটোর হাওড়া-হুগলির। কিন্তু গত বছরের শেষটা হয়েছিল বর্ধমানের বিরুদ্ধে ৪-১ গোলে হার দিয়ে। সেটা ছিল বর্ধমানের প্রথম জয়। নতুন বছরের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল না হাওড়া-হুগলি। তবে এটাও ঠিক, ম্যাচটা ছিল রয়্যাল সিটির বিরুদ্ধে। যারা লিগ টেবিলে শীর্ষে রয়েছে। এই ম্যাচ জিতে শীর্ষে ওঠার সুযোগ ছিল সাহিল হরিজনদের দলের কাছে। কিন্তু গোল করতে পারেনি কোনও দলই। ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেই আছে রয়্যাল সিটি। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে হাওড়া-হুগলির পয়েন্ট ১৩।
তবে দেরিতে হলেও ছন্দে আসছে বর্ধমান ব্লাস্টার্স। লিগের প্রথম পাঁচটি ম্যাচে হেরেছিল সন্দীপ নন্দীর দল। আগের ম্যাচে হাওড়া-হুগলিকে হারানোর পর এবার কোপা টাইগার্সকেও হারাল তারা। যদিও প্রথমে পিছিয়ে পড়েছিল তারা। বোলপুরের মাঠে ৮ মিনিটে কোপাকে এগিয়ে দিয়েছিল মার্শাল। প্রথমার্ধে পিছিয়েই ছিল বর্ধমান। কিন্তু ৫০ মিনিটে সমতা ফেরান লতিফ। ৫৮ মিনিটে এগিয়ে দেন চিজোবা। ৭৪ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ান লতিফ। তবে টানা জয়েও লিগ টেবিলে শেষেই রয়েছে বর্ধমান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরেই রয়েছে কোপা টাইগার্স।
