shono
Advertisement
Roberto Carlos

'হার্ট অ্যাটাক হয়নি, ভালো আছি', হাসপাতাল থেকেই আশ্বস্ত করলেন রবার্তো কার্লোস

ঠিক কী হয়েছিল ব্রাজিলের কিংবদন্তির।
Published By: Subhajit MandalPosted: 10:25 AM Jan 02, 2026Updated: 01:44 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ভালোই আছেন ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রবার্তো কার্লোস (Roberto Carlos)। হাসপাতাল থেকে কার্লোস নিজের হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুস্থ হয়ে উঠছেন।

Advertisement

কার্লোস বলেছেন, "আমি হৃদরোগে আক্রান্ত হইনি। হৃদযন্ত্রে একটা সমস্যা দেখা গিয়েছিল। তা চিকিৎসকরা ঠিক করে দিয়েছেন। আমি সুস্থ হয়ে উঠছি। আশা করছি, খুব তাড়াতাড়ি পুরো ফিটনেস ফিরে পাব। এবং যেসমস্ত কাজকর্মের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ সেগুলি ফের শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।' উল্লেখ্য, নতুন বছরের প্রাক্কালে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন ব্রাজিল তারকা। পায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছিল তাঁকে দ্রুত সাও পাওলোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা কার্লোসের পুরো শরীর স্ক্যান করেন। তখনই ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রের সমস্যা। প্রায় তিনঘণ্টা অস্ত্রোপচারও হয় কার্লোসের।

সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতাল ব্রাজিলিয়ান তারকার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, 'ব্রাজিল কিংবদন্তির হৃদযন্ত্রে যে সমস্যা দেখা গিয়েছিল, সেই সমস্যা আর নেই। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তিনি সুস্থ আছেন।' বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার বলেছেন, "চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই আমার চিকিৎসাপদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমি এখন সুস্থ আছি।" হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্লোসের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তাঁকে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কার্লোস ব্রাজিলের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তিনি ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও তিনি ১১ বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর ভালোই আছেন ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রবার্তো কার্লোস।
  • হাসপাতাল থেকে কার্লোস নিজের হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তিনি ভালো আছেন, সুস্থ হয়ে উঠছেন।
  • কার্লোস বলেছেন, "আমি হৃদরোগে আক্রান্ত হইনি।"
Advertisement