সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি ম্যাচ, তিনটিতেই হার। পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ। এই পরিস্থিতিতে ফুটবলের দলের কোচকে বরখাস্ত করা হতে পারে, কিংবা সরিয়ে দেওয়া হতে পারে ফেডারেশনের কর্তাব্যক্তিদের। কিন্তু আফ্রিকার ফুটবলে বরাবরই 'অভিনবত্ব' দেখা যায়। এই ক্ষেত্রেও ব্যতিক্রম হল না। কোচ বা ফেডারেশন কর্তা নয়, গোটা দলটাকেই নির্বাসিত করে দিয়েছে সেই দেশের সরকার। যার মধ্যে নাম রয়েছে বিখ্যাত ফুটবলার পিয়ের এমেরিক অবামেয়াংয়ের।
পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন। ফুটবল ভক্তরা ভালোবেসে ডাকেন 'প্যান্থার' বলে। তবে আফ্রিকা কাপ অফ নেশনসে সেই ক্ষীপ্রতা একেবারেই চোখে পড়েনি। লিগ পর্বের তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। আইভরি কোস্ট, ক্যামেরুন ও মোজাম্বিকের বিরুদ্ধে হজম করেছে মোট সাতটি গোল। লিগ টেবিলে সবার শেষে।
তারপরই নড়েচড়ে বসেছে সেই দেশের সরকার। গ্যাবনের ক্রীড়ামন্ত্রী জাতীয় দলের দুরবস্থা নিয়ে টিভিতে ঘোষণা করেন, "আফ্রিকা কাপ অফ নেশনসে লজ্জাজনক পারফরম্যান্সের পর সরকার গোটা কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ পর্যন্ত গোটা দলকেই নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গে ফুটবলার ব্রুনো একুয়েলে মাঙ্গা ও পিয়ের এমেরিক অবামেয়াংকে পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে।"
পালটা দিয়েছেন অবামেয়াংও। আর্সেনাল ও বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সোশাল মিডিয়ায় লেখেছেন, 'সমস্যাটা কোনও বিশেষ ব্যক্তির নয়। সমস্যা আরও গভীরে।' আফ্রিকার লিগে শেষ ম্যাচ খেলানো হয়নি তাঁকে। এর আগে গ্যাবনের প্রেসিডেন্টও দলের সমালোচনা করেছিলেন। তবে সরকারি হস্তক্ষেপে আরও সমস্যায় পড়তে পারে গ্যাবন। কোনও দেশের ফুটবল ব্যবস্থা পরিচালনায় সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করেনি ফিফা। ফলে নির্বাসনের আতঙ্কও তাড়া করতে পারে গ্যাবনের জন্য।
