shono
Advertisement
CFL Derby

ইউরো-কোপার মাঝেই কলকাতা ডার্বি, জানা গেল দিনক্ষণ

মোহনবাগানের প্রথম ম্যাচ কবে? কবেই বা লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল?
Published By: Krishanu MazumderPosted: 10:57 PM Jun 22, 2024Updated: 01:22 AM Jun 23, 2024

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বেই দেখা হবে দুই প্রধানের। কোপা-ইউরোর মাঝেই বল গড়াবে কলকাতা ডার্বির।
১৩ জুলাই বাংলা ভাগ হয়ে যাওয়ার সেই ম্যাচ। শনিবার আইএফএ-র ফিক্সচার কমিটি লিগের সূচি ঘোষণা করেছে। মোহনবাগান নামছে ২ জুলাই। সবুজ-মেরুনের প্রতিপক্ষ ভবানীপুর। অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ টালিগঞ্জের বিরুদ্ধে ৩০ জুন। মহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ উয়াড়ি।

Advertisement

[আরও পড়ুন: ১৭ বছরেই হাতে ৩৭ লক্ষের ব্যাগ-সুটকেস! চর্চায় ব্রাজিলের ‘বিস্ময় প্রতিভা’র বিলাসবহুল জীবন]

মোট ২৬ টি দল অংশ নিচ্ছে এবারের কলকাতা লিগে। প্রতিটি গ্রুপে ১৩টি করে দল। এবারও কলকাতা লিগে দুই প্রধানের জুনিয়র দল খেলবে। সূচি অনুযায়ী মোহনবাগানের প্রথম ম্যাচ ২৮ জুন থাকলেও সেই ম্যাচ বাই পাবে সবুজ-মেরুন।
গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, খিদিরপুর, বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস, উয়াড়ি এবং পাঠচক্র।
গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, ভবানীপুর, মোহনবাগান, ইস্টার্ন রেলওয়ে, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, জর্জ টেলিগ্রাফ, রেনবো এসি, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, রেলওয়ে এফসি, ক্যালকাটা পুলিশ, পুলিশ এসি এবং টালিগঞ্জ অগ্রগামী।

[আরও পড়ুন: ১৭ বছরেই হাতে ৩৭ লক্ষের ব্যাগ-সুটকেস! চর্চায় ব্রাজিলের ‘বিস্ময় প্রতিভা’র বিলাসবহুল জীবন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
  • গ্রুপ পর্বেই ডার্বি হবে কলকাতা লিগেই। ডার্বির দিনক্ষণও জানা গেল।
  • কোপা-ইউরোর মাঝেই হবে কলকাতা ডার্বি। 
Advertisement