shono
Advertisement
Cristiano Ronaldo

'আর তো মাত্র...', ২০২৬ বিশ্বকাপের আগে অবসর নিয়ে বিরাট ঘোষণা রোনাল্ডোর

বিশ্বকাপ এখনও অধরা পর্তুগিজ কিংবদন্তির।
Published By: Arpan DasPosted: 12:50 PM Nov 12, 2025Updated: 12:50 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স এখন ৪০। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে ৪১। ততদিনে সম্ভবত ১০০০ গোল ঝুলিতে চলে আসবে। শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়। আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য। পর্তুগিজ কিংবদন্তি নিজে মুখেই জানালেন, ২০২৬-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি।

Advertisement

এই মুহূর্তে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৫৩। সামনে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আছে। পর্তুগাল এখন ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর শীর্ষে আছে। ফলে যোগ্যতা অর্জন সময়ের অপেক্ষা। দীর্ঘ ফুটবল কেরিয়ারে একবার ইউরো কাপ ও দু'বার উয়েফা নেশনস লিগ জিতেছেন। শুধু বাকি বিশ্বকাপ জয়। ২০২৬-এ আমেরিকা-কানাডা-মেক্সিকোয় আয়োজিত টুর্নামেন্টে সেটাই লক্ষ্য থাকবে।

লক্ষ্যপূরণ হবে কি না, সেটা তো সময়ই বলবে। কিন্তু ২০২৬-এই শেষ বিশ্বকাপ খেলবেন রোনাল্ডো। সেই নিয়ে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা বলছেন, "বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৪১ বছর। আমার মতে, সেটা খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে আমার জন্য। হ্যাঁ, ওটাই আমার শেষ বিশ্বকাপ হবে।" তখনই কি আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে? কবে অবসর নেবেন?

আল নাসের তারকার সংযোজন, "সত্যি কথা বলতে, সেটাও তাড়াতাড়ি হবে। হয়তো আরও এক-দু'বছর ফুটবল খেলব।" ১৪ নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে পর্তুগালের। যদিও রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ২০২৬-র বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন, “আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।” এবার রোনাল্ডো জানালেন ২০২৬-র বিশ্বকাপই শেষ। স্পষ্টতই, বিশ্ব ফুটবলের একটা যুগ শেষ হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স এখন ৪০। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে ৪১। ততদিনে সম্ভবত ১০০০ গোল ঝুলিতে চলে আসবে।
  • শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়।
  • আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য।
Advertisement